আমাদের কথা খুঁজে নিন

   

বিরামহীন নিঃসঙ্গতা



তুমি কেন এমন করুণভাবে চেয়েছ আমার পানে, আমার দেয়ার মতো একন আর কিছু নেই, আছে শুধু রিক্ততা নিঃশ্বতা,বিরামহীন নিঃসঙ্গতা। আমার বাগানে নেই কোন ফুল যা তোমার পুজোতে লাগবে, সব ফুল ঝড়ে পড়ে গেছে রয়েছে পত্রপল্লব বিহীন শাখা কান্ড অযত,œ অবহেলা,অনাদর নির্মম কষ্ট যাতনা সঙ্গী হয়েছে আমার দণিা জীবন চলতে চলতে কোথায় কোন বাঁকে থেমে আছে আমি নিজেও জানি না তা। নিজের অজান্তে অজানায় তাই তারে আর খুঁজে পেতে চাইনি আমার সাধ স্বপ্ন সব কেড়ে নিয়েছে কড়াল সময় অতীতের কোন স্মৃতি আমাকে আর তাড়িত করে না আগের মতো কারণ এখন আমি পাথর সময় অতিক্রম করছি এখানে নেই কোন স্বপ্ন,সাধ,আশা। ইচ্ছে করলেও সাজাতে পারবো না আগের মতো করে কারণ মালিরা চলে গেছে বাগান ছেড়ে সেই সাথে আমিও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.