আমাদের কথা খুঁজে নিন

   

একটি বিল্ডিং আর পিঁপড়ার মৃত্যু...

আসক্তির প্রাক্কালে প্রারম্ভিক যোগ্যতার সামান্য কস্টার্জিত লেখায় আবেদন ফুটিয়ে তোলার কিছু ব্যর্থ চেস্টা সুউচ্চ একটি দালানের নীচে তুমি নেহায়েৎ একটি পিঁপড়া মানুষের পায়ের নীচে পরে যেমন একেকটি পিঁপড়া মরে তুমিও হয়তো বিবেকের দংশনে তিলে তিলে নিত্য মারা যাচ্ছো কিন্তু তোমার আর একটি পিঁপড়ার মৃত্যুর মধ্যে ফারাক অনেক । একটি বিশতলা দালানের নীচে মনে করো তুমি দাড়িয়ে নিচ থেকে তুমি দেখতে পারছো বিল্ডিঙটা আকাশ ছুয়েছে আমার কাছে আকাশ ততটুকুই যেটুকুর সীমা আমার নাগালে এর বাইরের কোন কিছুই আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয় । একটি কাঠের গুড়ির উপরের পৃষ্ঠে যদি একটি পিঁপড়া থাকে তবে কাঠের গুঁড়িটি গড়ালেই পিঁপড়াটি থেতলে যাবে একটি পিঁপড়াকে তুমি এরকম অনেকভাবেই মারতে পারো কিন্তু এর শেষ পরিণতি কি তা কি তুমি জানো ? পিঁপড়াটির মধ্যে দিয়ে অধ্যায় শেষ হলো অবহেলিতদের । একটি বিল্ডিং কেন তৈরি হয় তা আমি তেমন কিছুই জানি না একটি ইট আরেকটি ইটের সাথে সম্পর্ক জুড়েছে এখানে অনেকগুলো পুরনো গল্পের শেষ হয় এক নতুন বিল্ডিঙের কারণে মানুষের মাথা গোঁজার ঠায় যেখানে সেখানে কষ্টও বিদ্যমান বৃষ্টির একটি ফোঁটা তোমার চোখের পানি লুকিয়ে ফেলে যেমন । এত কিছু জটিলতার কি দরকার এখানে ভাবছো হয়তো ? কিন্তু সরল বিষয়গুলোই এখন মানুষের কাছে সবচেয়ে জটিল ধরো তোমার হাতে একটি খেলনা আর একটি বাচ্চার হাতেও তা তোমার চেয়ে বাচ্চাটি ঐ খেলনাটির সঠিকভাবেই ব্যবহার করবে এখানে কি জটিলতা কিছু খুঁজে পাচ্ছো, নাকি তাও পাচ্ছো না ? আসলে আমাদের চিন্তা-ভাবনাই এখন জটিল-সরলের ঊর্ধ্বে । আচ্ছা একটি বিল্ডিং আর পিঁপড়ার মৃত্যুর মধ্যে কিছু মিল আছে কি ? তুমি হয়তো অনেকক্ষণ ধরে ভেবে কিছুই খুঁজে পাবে না কিন্তু আমি যদি ধরিয়ে দেই তাহলে হয়তো কিছু সম্ভব একটি বিল্ডিঙও ভূমিকম্পের সামনে ঠিক তেমনই ভেঙ্গে পরে যেমনিভাবে একটি পিঁপড়ার বাসা সামান্য তোমার ফুঁ তে । একটি নতুন বিল্ডিঙের তৈরি আর একটি পিঁপড়ার মৃত্যু দুটোই নতুন কিছু মানুষের লোকচক্ষুর আড়ালে লুকিয়ে ফেলে ঠিক যেমনি মানুষ লুকাতে চায় কালের আশ্রয়ে কিন্তু এখানেই একটি পিঁপড়ার মৃত্যুর সার্থকতা তাদের মৃত্যু মানুষের মত কাপুরুষতায় ঢেকে যায় না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.