আমাদের কথা খুঁজে নিন

   

অন্যের সার্টিফিকেটে কলেজে শিক্ষকতা আট বছর ধরে!!!!!!!!!! ঢাকা সিটি কলেজ!

Its... my faith, my voic.........। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন শিক্ষার্থীর সার্টিফিকেট দিয়ে আট বছর ধরে ঢাকারই একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন এক ব্যক্তি। সম্প্রতি একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজউল করিম খান নামের ওই ব্যক্তি বর্তমানে সিটি কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় এক মাস আগে একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে এর সত্যতা পাওয়া গেছে।” “প্রকৃত রেজাউল করিম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৬ সালে অনার্স এবং ’৯৭ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে গবেষণা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।” তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিষয়টি সিটি কলেজের অধ্যক্ষকে জানানো হয়েছে এবং শিক্ষক রেজউল করিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি link: Click This Link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।