আমাদের কথা খুঁজে নিন

   

অন্যের বিয়ের কেনাকাটা



গত এক বছরে আমার চারটা cousiner বিয়ে হলো। মোটামুটি সবারই বিয়ের সময় আমি দেশে ছিলাম, at least কেনাকাটার সময়। আমার এই ভাই বোনগুলো আমারই সমবয়সী, so in some ways I feel like ওরা আমাকে ফেলে চলে গেল। ওদের বিয়ের শপিঙের সময় আমিও যাই। শাড়ি গয়না কত কিছুই আমার পছন্দ হয়, কিন্তু কেনার কথা বললেই মা-খালারা তেড়ে আসে; "তোমার তো এখন বিয়ে না, তুমি এই গুলা দিয়ে কি করবা?" [granted that আমার নিজের income নাই, since I am still a student, কিন্তু ওরাতো student থাকাকালিন বিয়ে করসে।] কেন, খালি বিয়ের জন্য সবকিছু আটকায়ে থাকবে? আমার অন্য achievementগুলার কোনই মূল্য নাই? [খুবই মন খারাপ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।