আমাদের কথা খুঁজে নিন

   

আসুন, একটি মেগাসিরিয়াল দেখি........ :p

মূল গল্প: পিন্টু স্ত্রী শ্রেয়ার ইলিশ খাওয়ার শখ হয়েছে। তাই পিন্টু বাজারে গেল এবং একটি ইলিশ মাছ কিনে নিয়ে এল। ............ . . . . . . . পর্ব ১: পিন্টু ও শ্রেয়ার দেখা হলো। .. পর্ব ২: প্রেমে পড়ল তাঁরা। পর্ব ৩: ব্যাপারটা জানতে পারল শ্রেয়ার আগের প্রেমিক।

পর্ব ৪: সে ঝামেলা করার ফন্দি আঁটল। পর্ব ৫: গিট্টু লাগল পিন্টু ও শ্রেয়ার পরিবারের মধ্যে। ....... # পর্ব ৫০: অবশেষে পিন্টু ও শ্রেয়ার বিয়ে হলো। পর্ব ৫১: পিন্টুদের পাশের বাসার ভাবি একদিন ইলিশ রান্না করলেন। পর্ব ৫২: সেটা জানতে পারল শ্রেয়া।

পর্ব ৫৩: সে পিন্টুকে বলল ইলিশ কিনে দিতে। পর্ব ৫৪: পিন্টু জানাল সে ইলিশ কিনে দিতে পারবে না, ইলিশের অনেক দাম। ....... # পর্ব ১৫০: ইলিশ কিনে দিতে না পারায় পিন্টু ও শ্রেয়ার ডিভোর্স হয়ে গেল। পর্ব ১৫১: দুই পরিবারের মধ্যে তখন দা-কুমড়া সম্পর্ক। পর্ব ১৫২: শ্রেয়া ও পিন্টু তখন একা একা জীবন কাটাতে লাগল।

........ # পর্ব ২০০: নতুন করে এক ছেলের প্রেমে পড়ল শ্রেয়া। পর্ব ২০১: পিন্টুও আরেক মেয়ের প্রেমে পড়ল। পর্ব ২০২: তাদের প্রেম চলতে লাগল। ....... # পর্ব ৫০০: শ্রেয়ার বিয়ে হলো দ্বিতীয়বারের মতো। ...t পর্ব ৫০১: পিন্টুরও আবার বিয়ে হলো।

পর্ব ৫০২: দুজনের দুই সংসারে তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল। ....... # পর্ব ১০০০: একদিন মাছের বাজারে এল পিন্টু। পর্ব ১০০১: ওই দিনই শ্রেয়াও এল মাছের বাজারে। পর্ব ১০০২: হঠাৎ দেখা হয়ে গেল দুজনের। পর্ব ১০০৩: ইলিশ বিষয়ক জটিলতার ফ্ল্যাশব্যাক শুরু হলো।

পর্ব ১২০০: পিন্টু বলল, আমি যদি আজকে তোমাকে ইলিশ কিনে দিই? পর্ব ১২০১: ‘সত্যি দেবে?’ বলল শ্রেয়া। পর্ব ১২০২: পিন্টু বলল, ‘হ্যাঁ গো। ’......... # পর্ব ১৫০০: ইলিশ কেনার জন্য দুজনে এগিয়ে গেল। পর্ব ১৫০১: হঠাৎ এক গাড়ি এসে চাপা দিল পিন্টুকে। পর্ব ১৫০২: আআআআআআ করে চিৎকার করে উঠল শ্রেয়া।

পর্ব ১৫০৩: হাসপাতালে নেওয়া হলো পিন্টুকে। ...... # পর্ব ২৪৪৫: পিন্টু ইলিশ কিনল কি না তা আর জানা যায়নি..! কারণ দর্শক তত দিনে বৃদ্ধ হয়ে মারা গেছেন। ... এখন দর্শকের নাতি ওই সিরিয়ালটি দেখেন। copy: http://www.prothom-alo.com/detail/news/287982 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.