আমাদের কথা খুঁজে নিন

   

জীবন নামক জয়যাত্রা

আমি সেই আলো খুঁজে বেড়াই যেই আলোতে আমার দু চোখ প্রশান্তি পাবে। মৌনতার অবসান ঘটবে। কেউ সারাদিন হাসিমুখের একটা মুখোশ পরে থাকে আবার সে রাতের অন্ধকারে জানালার পাশে শুয়ে কাঁদে না পাওয়ার যন্ত্রণা আর এর প্রবলতা মানা সবার জন্য সোজা হয় না তারপরও ধাক্কা খেতে খেতেই সামনে এগিয়ে যাও কোন পিছুটান না রেখে গন্তব্যের দিকে পা বাড়াও দেখো না জীবন তোমার জন্য পথের মধ্যে কি কি রেখে দিয়েছে সেই বিস্ময় নিয়ে, আর অপেক্ষা নিয়ে এগিয়ে যাও কিন্তু জীবন পথের বন্ধুরা একটা,শুধু একটাই কথা হাল ছেড়ে দিওনা চলার পথের গতিটাও কমিয়ে দিও না পথের কাঁটা গুলো সহ্য করো রক্তাক্ত পা আর ক্ষত-বিক্ষত মন নিয়ে বেঁচে থাকার অভ্যাস করো তুমি একদিন সফল হবে কালকে না হলে এর পর দিন নইলে তার পরের দিন তোমার সময় তোমার আসবেই নিজেকে বল, চিৎকার করে এই ধরণীকেও বল আমি পারবোই যত কষ্টই আমাকে দাও না কেন আমি পারবোই............।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.