আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডন প্রবাসী লেখিকা সাবিনা হক ঝিনি রচিত 'প্রবাসী ।। নিঃসঙ্গতায়' গ্রন্থ সমালোচনা

অরুণালোক অভিব্যক্তি মানুষ যে পরিস্থিতিতে অবস্থান করে, সে সেই পরিস্থিতি থেকে নিজেকে প্রকাশ করতে চায়। এ আকাক্সক্ষা চিরন্তন। আবার এটাও সত্যি যে, মনের গভীরে প্রত্যেকটি মানুষ বড়ো বেশি একা। এ একাকীত্ব প্রকট হয়ে দেখা দেয় যখন সে তার পরিচিত পরিবেশ থেকে ভিন্ন কোন পরিবেশে বসবাস করে এবং এ একাকীত্বই তাকে প্রকাশের প্রেরণা জোগায়। এ প্রকাশের ক্ষেত্রেও ভিন্নতা থাকে।

সাবিনা চৌধুরী ঝিনি দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করছেন। ঘুরে বেরিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ। দেখেছেন অনেক কিছু এবং নিজের আবেগ অনুভূতি দিয়ে বিচার করতে চেয়েছেন সেসবের। আর তার অভিব্যক্তিকে প্রকাশ করতে গিয়ে যে মাধ্যমটি তিনি বেছে নিয়েছেন, সেটি কবিতা। নিহাল পাবলিকেশন দীর্ঘদিন যাবৎ দেশি ও প্রবাসী বাংলাদেশী লেখকদের লেখা প্রকাশ করে আসছে।

এসব লেখকদের ভেতরে প্রবীণ লেখক যেমন আছেন তেমনি নবীনরাও আছেন। নবীন লেখকদের লেখা প্রকাশ করার ক্ষেত্রে ঝুঁকি অনেকÑ এ কথাটি প্রকাশনা সংস্থার সাথে যারা জড়িত তারা বেশ ভালই জানেন। তারপরেও এ প্রতিষ্ঠানটির ঝুঁকি নেওয়ার উদ্দেশ্য হলোÑ, নতুনকে সবার মাঝে পরিচিত করিয়ে দেওয়া এবং লিখে যারা নিজেকে প্রকাশ করতে চায়, তাদের সুন্দর একটা মওকা করে দেওয়া। সাবিনা চৌধুরী ঝিনি একজন নতুন লেখিকা। তাঁর হাতে লেখার জগতে প্রবেশ দ্বারের চাবিটি তুলে দিয়ে নিঃসন্দেহে নিহাল পাবলিকেশন একটি প্রশংসনীয় কাজ করলো।

যদিও এ প্রতিষ্ঠানটি জানে সাবিনা চৌধুরী ঝিনি যা লিখেছেন তা কবিতার মান বিচারে পাঠকের কাছে তেমন নম্বর তুলতে পাররে না। কিন্তু যা পারবে সেটি হলো, কবিতা নামের মোড়কে আবৃত একটা মানুষের আমিত্বকে প্রকাশ করতে। যে আমিত্বের পরতে পরতে মিশে আছে চলমান জীবনের ঘটনা প্রবাহের নানা ঘাত-প্রতিঘাত, আনন্দ-বেদনার স্রোতস্বিনীরূপ। যা কিনা “প্রবাসী নিঃসঙ্গতা” নামকরণের সার্থকতা এনে দিয়েছে। নবীনরা লিখুন, বিকশিত হোন।

দাগ রেখে যান মানব জমিনে। সেই কামনায়- তৈয়ব খান ঢাকা ১লা সেপ্টেম্বর, ২০১২। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.