আমাদের কথা খুঁজে নিন

   

লন্ডন আই (LONDON EYE)

সাদামনের মানুষ আমি : প্রথমতো সবকিছু সন্দুররূপেই দেখতে চাই... একশো পঁয়ত্রিশ মিটার উঁচু পৃথিবীর সর্ববৃহত অবর্জাভেশন হুইল; ২০০০ সালে স্থাপিত; প্রতি বছর গড়ে সাড়ে মিলিয়নের বেশি দর্শনার্থীর আগমন ঘটে; রোদেলা দিনে, ধীরলয়ে ঘূর্ণায়মান লন্ডন আই'র সর্বোচ্চ স্থানটিতে অবস্থানকালে পঁচিশ মাইল দূরবর্তী স্থান পর্যন্ত দৃষ্টিগোচর হয়; এমনকি, ব্রিটেইনের রাণীর গ্রামের বাড়ী উইন্ডসর ক্যাসেলও দেখা যায় লন্ডন আই থেকে; প্রতিবার ঘূর্ণনকালে একসঙ্গে আটশো ব্যক্তি লন্ডন আইতে উঠতে পারেন; লন্ডন আইয়ের ওজন একুশ হাজার টন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.