আমাদের কথা খুঁজে নিন

   

সাহিত্যে কর্ষিত উত্তরাধিকার : লন্ডন থেকে সিলেট অথবা সিলেট থেকে লন্ডন-৬ষ্ঠ পর্ব



সাহিত্য ভুবনে দুটি শব্দ আছে। 'সংকোচন ' ও 'সম্প্রসারণ'। একজন লেখকেরদৃষ্টি যখন সংকোচিত হয়ে আসে তখন , তার ভুবন ও ছোট হয়ে পড়ে। তাই শির উঁচু করে লেখালেখিতে টিকে থাকা , সবসময় সকল লেখকের পক্ষে সম্ভব হয়ে উঠে না। এই যে অনুশীলন , তার জন্য চাই অধ্যবসায়।

কিন্তু সেইকঠিন কাজটি পারেন ক'জন? আশির দশকের যে সব কবি লেখকরা সিলেটের মাঠকে সমৃদ্ধ করেছেন তাদের কয়েকজনের নাম এখানে নিতে চাই। এদের মাঝে - কিশওয়ার ইবনে দিলওয়ার, তমিজ উদদীন লোদী, ফজলুল হক, ফতেহ ওসমানী ,এ কে শেরাম ,দিলু নাসের ,আতাউর রহমান মিলাদ , সফিয়া জাহির, সেলিম আউয়াল, মুহিত চৌধুরী ,আব্দুল হাই মিনার, মহসীন বখত , আহমদ সিরাজ, আবদুল হামিদ মাহবুব প্রমুখ বিশেষ ভাবে উল্লেখযোগ্য । তারা তাদের স্ব স্ব ক্ষেত্রে কাজ করে গেছেন, যাচ্ছেন নিরলসভাবে। সিলেট বিভাগে আশি ও নব্বই দশকের শুরুতে আরো যারা লেখালেখিতে সক্রিয় থেকেছেন বা আছেন তাদের মাঝে আরো কিছু নাম এখানে নিতে চাই। তাদের মাঝে , মমিনুল মউজদীন, আকমল হিসেন নিপু, মুজিব ইরম, কামাল রাহমান, শোয়াইব জিবরান, আতিক রহমান, সুমন সুপান্থ প্রমুখের কাজ বিভিন্নভাবে আলোচিত হয়েছে।

বিশেষ করে কিশওয়ার এবং শোয়েব শাদাব এর ''সিজোফ্রেনিয়া '' আক্রান্ত জীবন শোকাহত করেছে এই এলাকার কবিকূলকে। .................................... লেখালেখির একটা অব্যাহত ধারা বিদ্যমান রয়েছে বেশ প্রত্যয়ের সাথেই সিলেট বিভাগে। এই সময়ে নবীন কবিদের পদচারণা আলোকিত করছে,সিলেটের মাটি ও মানুষ কে। বেরুচ্ছে বেশ কিছু ছোটো কাগজ, গবেষণা ধর্মী গ্রন্থাবলি। কিছু ছোটো কাগজের নাম এখানে প্রণিধানযোগ্য ।

সৈয়দ আফসার সম্পাদিত - ''অর্কিড'' ,আহমদ সায়েম সম্পাদিত ''সূনৃত'' মুজাহিদ আহমদ সম্পাদিত '' কোরাস'',তাপু শিকদার সম্পাদিত ''কীর্তনিয়া'' চ্যবন দাশ সম্পাদিত ''উজানগাঁ'' ,কাজী জিননূর সম্পাদিত ''জারুল'' মালেকুল হক সম্পাদিত ''গন্দম'',হাসান মোরশেদ সম্পাদিত ''সহবাস'' , সামন্ত সাবুল সম্পাদিত '' লেখাবিল'' , অপূর্ব সোহাগ সম্পাদিত ''দাহপত্র'' মুহম্মদ ইমদাদ ( আরো চার জন) সম্পাদিত '' হরমা'' ইত্যাদি। এই সম্পাদক বৃন্দ ছাড়াও শূন্যদশকে সিলেট বিভাগে যারা উল্লেখযোগ্য লেখালেখি করছেন , তাদের মধ্যে লায়লা ফেরদৌস ইতু, সেজুল হোসেন, জয়নাল আবেদীন শিবু , সবুজ আরেফিন,জাকির জাফরান ,মুহম্মদ ইমদাদ, শেখ লুৎফর,জাহেদ আহমদ ,এমদাদ রহমান, মোস্তাফিজুর রহমান জাবেদ, আবুল হাসনাত প্রমুখ । ................................. সিলেটের লেখালেখিতে একটি উজ্জ্বল দিক দখল করে রেখেছে মরমীবাদ। মরমী গানের আলো ফেলে অনেক বাউল কবি করে গেছেন তাদের মননের বুনন। তেমনি একটি গ্রন্থ '' সিলেটের পাঁচশ মরমী কবি''- সম্পাদক - মোহাম্মদ সিদ্দিকুর রহমান।

পাঁচশ জন কবির লেখা গান স্থান পেয়েছে এই গ্রন্থে। আছে কবিদের সংক্ষিপ্ত জীবনী ও। .............................. মানুষের শিকড়ই হচ্ছে তার মৌলিক পরিচিতির শ্রেষ্ঠ অবস্থান। যে মানুষ আত্মার ভেতরে তার ভাবনার রসদ নিয়ে দেশান্তরে যায় , সে সাথে করে নিয়ে যায় তার মনন ও । সিলেট থেকে লন্ডনে অভিবাসী কবিরা পৌঁছে সেখানেই গড়ে নিয়েছেন আরেক বাংলা।

তৃতীয় বাংলা। সেই বাংলার কবিরা কেমন আছেন ? কেমন লিখছেন ? বিলেতে বাংলা সাহিত্যের বিকাশে তাদের ভূমিকা কি ? তার খন্ডচিত্র থাকবে আগামী লেখা গুলোতে । ( চলবে ..........)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।