আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্ব

রাত গভীর হলে পৃথিবিতে নেমে আসে অদ্ভুত নিঃসঙ্গটা , আমার নিঃসঙ্গ সময় তখনি কেটে যায়। রাত নিঝুম হলে, পৃথিবিতে নেমে আসে লৌকিক নীরবতা আমার মৌনতার প্রহর তখনি হেরে পালায়, আমার সঙ্গী তখন হয় নিকষ আঁধার রাত হাজার তারা অথবা এক চাঁদ সোডিয়াম আলোর নীচে এলোমেলো পদক্ষেপে লক্ষহীন পথচলা আর এক রাজকন্যার কথা ভেবে তারাদের কাছে বিরহ কবিতা বলা কিংবা উন্নাসিক কোন উন্মাদের প্রলাপ শুনেই সময় কাটিয়ে দেয়া সারা বেলা এসব তবু বড্ড ভাল, বড্ড ভাল আলো ফুটলেই হয় অনুভব আমার জন্য পৃথিবিতে অক্সিজেন কম খুব অন্য রকম কোন জগত হতে অনবরত আহবানে সচ্ছ আকাশ ফিরে পেতে ছুটতে চায় পরজগতপানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।