আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্ব

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

ইদানিং কেন জানি মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায় তাকিয়ে থাকি জানালায় জোস্না ভরা পূর্ণিমা ঝল মল করে গড়িয়ে পরে আমার বারান্দায় । আমি হাত বাড়াই স্পর্শ করবো বলে আলোগুলো আধো আলো আধো কালো হয়ে ক্ষয়ে যায় জীবনের পরিসরে তারপর হতাশার হাত ধরে হারিয়ে যেতে থাকি অতচ্ জীবনের এখনো অনেক বাঁকি! অবিশ্বাসের পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে বিশ্বাস গড়ি মঙল আর অমঙ্গলের জঙ্গলে পায়চারি করি....। আগত অনাহুত দুঃখগুলো সবি একে দিয়ে যায় জীবনের প্রতিচ্ছবি বিদায় পৃথিবী বলে সে চলে গেছে কোন কালে আমি আর আমার অন্তর তারি খুজি পৃথিবীর এক প্রান্তর থেকে আরেক প্রান্তর অতচ্ সে আছে সে থাকে আমার বুকের ভিতর ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।