আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রাইডে নাইট অ্যাট ক্লাউড নাইন

Life is good. In fact, life is still good. ক্লাউড নাইন দৃশ্যত কোন বার বা নাইট ক্লাব নয়, এমন কি কোন ফাস্টফুডের দোকানও নয়, ক্লাউড নাইন পাড়াগাঁয়ের ষ্টেশন শহরের বোর্ডিং হাউজের মত ধীর স্থির একটা মোটেল, ফাঁকা পার্কিংলট বেয়ে হেঁটে আসা দুয়েকজন বোর্ডার কালেভদ্রে রাত কাটিয়ে চলে যায় খুব ভোরে উঠে, প্রতিদিন চলার পথে দেখি ক্লাউডনাইন দাঁড়িয়ে আছে ভাঙ্গা রাজবাড়ির গাম্ভীর্য নিয়ে অথচ আমার কোন কৌতূহল হয়না তাকে খুব কাছে থেকে দেখবার এমনকি ছুঁয়ে দেখবার ইচ্ছে হয়না একবারও । । সস্ত্রীক জ্যাক বাস করে ওখানে, জ্যাক আমার বন্ধু, জ্যাক আমাকে ইনভাইট করে প্রতিদিন তাঁর ওখানে যাওয়ার জন্যে, প্রায়শ আমি বন্ধুর সাথে কথা বলি ফোনে, কিন্তু যাওয়া হয়না কখনই । । আজই হঠাৎ এই ঝক ঝকে রোদময় দিনের শেষে, তির তিরে বাতাসের ফির ফিরে সন্ধ্যায় মন খারাপ করা ফ্রাইডে নাইটে নিঃসঙ্গ একাকী উদাসী রাজকুমারের মত হাঁটতে হাঁটতে চলে যাই, চলে যাই জ্যাকের কাছে কোনকিছুই না ভেবে ।

। জ্যাক বসে আছে উদ্ভ্রান্ত এলোমেলো পলেস্তারা খসে পড়া প্রাচিন দেওয়ালের মত বিধস্ত ক্লাউড নাইনের অফিসরুমে, প্রচন্ড উত্তেজিত বন্ধু আমার সামনে একে একে খুলতে লাগল করোনার বতল, কম্পিউটারের স্ক্রিন, হৃদয়ের ঝাপি, নিজস্ব ভাবনায় নিমগ্ন আমি নিস্পলক তাকিয়ে থাকি জ্যাকের দিকে, মনযোগী স্রোতার মত জ্যাক বলে যায় একাকী তাঁর ব্যাবসায়ীক ক্ষতির কথা, অর্থনৈতিক মন্দার কথা, তাঁর উত্থান পতনের কথা, বারংবার ব্যাবসা গোটাতে অপারগতার কথা আর স্যালী সিও'র কথা বাদ যায় না বলতে একটুও কারন, স্যালী জ্যাকের গার্ল ফ্রেন্ড, জ্যাকের হার্ট, সমগ্র অস্তিত্ব, যার জন্যে সে বছরের পর বছর লস স্বীকার করে দাঁতে দাঁত চেপে, হৃদয়ে হৃদয় চেপে, আকাঙ্ক্ষার জলাঞ্জলি দিয়ে পড়ে আছে পত্রহীন বৃক্ষের মত পান্ডুর এই প্রান্তরে । আর ঠিক আজই, এই ফ্রাইডে নাইটেই স্যালী সিও তাঁর কাছে এসেছিল তাঁর নতুন বয়ফ্রেন্ড এর সাথে ঘন্টা দুয়েক ডেটিং করার জন্যে একটা ফ্রী রুমের খোঁজে । (গল্পটা আমার বড় ভাই Md Saiful Alam Chowdhury-র লেখা। আমার খুব ভালো লাগলো, তাই, ভাইয়ার অনুমতি নিয়েই আমার ব্লগে প্রকাশ করলাম।

)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.