আমাদের কথা খুঁজে নিন

   

অভাগী

ও পোড়ামুখী ও এলোকেশী কার স্বর শুনে আবারও উদ্বেলিত হও ! তুমি কি সেই ক্লেশ পীড়া সহ্য করার অভাগী নও ! আবার কার প্রতি তোমার অনুরাগ জাগে ? আসক্তি ও তন্ময়তার জন্য -- আবারও কি তৈরি হচ্ছে দুর্গতি ! একই ভাষা ও পরিভাষায় তোমাকে আজ কোন্ নদীর জলে ভাসায় ? সেই নদী কি বর্জ্যে ভরা ? নাকি স্বচ্ছতোয়া ? কার কণ্ঠধ্বনি শুনে নেশাতুর হয়ে প্রান্তভাগে গিয়ে আবার তুমি তোপধ্বনি দিচ্ছ ! বেহেল্লা ছোঁড়াদের সাথে ! তাদের থেকে আসুক যত অভয় বাণী শনিগ্রহ কি যাবে ? আবারও হবে বিশ্বাসহানি ! আয়ু ও পরমায়ু যেটাই বলো বায়ু যদি না থাকে ঘরে তাতে কি বাঁচবে ? সেই প্রশ্ন নিজেকে না করে তারপরও তাদের সাথে নাচবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.