আমাদের কথা খুঁজে নিন

   

চুদুরবুদুর রকস, গড়িমসি শকস!!!

বাস্তবতাময় প্রকাশ্য সম্প্রতি "চুদুরবুদুর চইলত ন” শিরোনামে একটি নিউজ দেখে চমকে উঠেছিলাম! এ চমক প্রত্যাশিতভাবেই ফেসবুকে এবং ব্লগে চমৎকার করেছে, এমনকি চমকের অতিসয্যে একি সাথে চমৎকার, বলাৎকার দুই ই করে যাচ্ছে!! ফলে ফেসবুকের বহুল ব্যবহৃত 'মাইরা'লা আম্রে মাইরা'লা' রেটিংয়ে পেছনে পড়ে গেছে এবং চার্টের টপে উঠে এসেছে "চুদুরবুদুর চইলত ন”। সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানুর “তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন” বক্তব্যের জেরেই কথাটি এসেছে লাইম লাইটে, হয়েছে আলোচিত-সমালোচিত। ইতিমধ্যেই অবশ্য এ বক্তব্যকে অশোভন দাবি করে তা কার্যবিবরণী থেকে বাদ দেয়ার আহবান জানিয়েছেন সরকারি দলের হুইপ আ স ম ফিরোজ । এবং সংসদের ভাষা নিয়ে শংকিত হয়েছে সুশিল মিডিয়া!! সামাজিক যোগাযোগ মাধ্যমে তো পুরাই জাত গেল, জাত গেল অবস্থা!!! ভাইসাবেরা, চুদুরবুদুর চইলত ন! চুদুরবুদুর বাদ দেন!! এ গরমে মাথা ঠান্ডা করতে এক গ্লাস ঠান্ডা পানি খাইয়া, প্রমিত বাংলায় সংগীত শোনেন- "সোনা বন্ধু, তুমি আমাকে ধার বিহীন দা দিয়ে কেঁটে ফেলো, ভালোবাসার কাঁথা দিয়ে জড়িয়ে ধরে মেরে ফেলো"!!! কি কেমন লাগলো??? সোনা বন্ধুর মতোই, তত্বাবধায়ক সরকারকেও তো ভোঁতা দা দিয়া কাইল্যাইলেন! পিরিতের কাঁথার মতো সংবিধানের পাতা দিয়াতো জাইপট্যা ধইরা মাইরালাইলেন! এবার না হয় অপ্রিয় সত্য আঞ্চলিকতাকে, অশ্লীল আখ্যা দিয়ে প্রমিত বাংলার চর্চা করেন.....ভালো, ভালোতো..... ভাইসাবেরা, ধর্ষনকে ভাষার মারপ্যাচে পাশবিক নির্যাতন বলে হয়তো কিছুটা জাতে তোলা যায়! কিন্তু পাশবিক নির্যাতনই বলেন কিংবা ধর্ষন, এর নৃশংসতা কমে না! এমন ঘটনায় প্রমিত বাংলা খোঁজার সুশিল ভন্ডামি বাদ দিয়া ধর্ষন বন্ধ করেন। তেমনি তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন” বক্তব্যে প্রমিত বাংলা না খুঁজে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চুদুরবুদুর বন্ধ করেন।

। । ***বাংলা অভিধানে চুদুরবুদুর- এক, বাড়াবাড়ি করা। সিলেট, পাবনা অঞ্চলে এই অর্থে ব্যবহার দেখা যায়। দুই, গড়িমসি।

এই অর্থে ব্যবহার বেশি ময়মনসিংহ, ঢাকায়। তা ছাড়া এক ধরনের খেলাও রয়েছে, যার নাম চুদুরবুদুর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.