আমাদের কথা খুঁজে নিন

   

চুদুরবুদুর গালি, তবে চুতমারানি ভালো??

অনেক দিন ধরেই বাঙ্গালী এবং বাঙলা ভাষাভাষীদের মইধ্যে একটি শব্দ লইয়া চলতাছে চরম প্যাচাল। এক দল বলে শব্দটি গালি, অশ্লীল। আরেক দল বলে এটা অশ্লীল না। কিন্তু আমি অবাক হইয়া খেয়াল করলাম কোন ব্যক্তিই শব্দটির আসল বা উৎপত্তিগত অর্থ খোঁজার কোন চেষ্ঠাই করলো। করবে কেমন বাজারে যে আরো নতুন শব্দের আগমন ঘটেছে।

প্রিয় ব্লগাররা, আপনাদের জন্য আমার ছোট্ট মাথায় বড় ভারটি নিলাম। আসুন আমরা জানবো, ‘চুদুরবুদুর’ শব্দের অর্থ। “কলিম খান-রবি চক্রবর্ত্তী” উদ্ভাবিত “ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক শব্দার্থবিধি”র অসংখ্য অনুরাগীবৃন্দের একজন । সবটা না বুঝলেও ক্রিয়াভিত্তিক-বর্ণভিত্তিক শব্দার্থবিধির অনুসরনে ‘চুদুরবুদুর’ শব্দের অর্থ-উদ্ধার আমি যতটা করতে পেরেছি তার রূপ বিশ্লেষ এইরকম — http://www.notun-din.com/?p=3419 চ=চয়ন, উ=নবরূপে উত্তরণ বা নবরূপে উত্তীর্নকরণ চু=চয়ন নবরূপে উত্তীর্ণ যাহাতে দ=দান চুদ=চয়ন নবরূপে উত্তীর্ণ হইয়া দানকৃত যাহাতে অথাৎ নিজে চয়ন না করিয়া অন্যকে চয়ন করিতে দেওয়া হয় যাহাতে দু=দান নবরূপে উত্তীর্ণ যাহাতে চুদু=চুদ নবরূপে উত্তীর্ণ যাহাতে অর্থাৎ নিজে চয়ন না করিয়া অন্যকে চয়ন করিতে দিয়া দান রোধ যাহাতে র=রহে যাহাতে *চুদুর=চুদু রহে যাহাতে ব=বহন বদ= ( মনোভাব-এর ) বহন প্রদত্ত যাহাতে অর্থাৎ কথা’র দান (শতং ‘বদ’ মা লিখ ) যাহাতে বুদ=নবোত্তীর্ণ কথা’র অর্থাৎ অ-কথার দান যাহাতে । ( বুদ দ্বিত্ব হলে বুদবুদ হয় যা ঢাকনায় আটকে থাকে ) বুদু= অ-কথার দান মুক্ত যাহাতে *বুদুর=অ-কথার দান মুক্ত রহে যাহাতে *চুদুরবুদুর=চুদু রহে যাহাতে এবং বুদু রহে যাহাতে ।

অর্থাৎ একদিকে কোনকিছু ( বস্তু বা ভাব ) দান করিবার জন্য বাড়াইয়া দিয়া অথচ অন্য পক্ষকে লইতে না দিয়া আজেবাজে কথা বলা চলিতে থাকে যাহাতে। তবে, এই চুদুরবুদুর গালি কিনা তার আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আর ‍চুতমারানি সম্পর্কে কিছু না বলে কেবল বলতে পারি, আমার জন্ম যে এলাকায় সেখানে আপনি যদি কোন ব্যক্তিকে এই গালি দেন তাহলে, আপনার জন্য সবচেয়ে ভালো স্থান হবে হাসপাতাল। চুদুরবুদুর সম্পর্কে তথ্যটির উৎস: নতুনদিন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.