আমাদের কথা খুঁজে নিন

   

জীবন একটা কৃকেট ম্যাচ!!! (আবোল-তাবোল দর্শন)

পথ হারা পাখি কেঁদে ফিরি একা!!! জীবন কে অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করেছেন। হালের দার্শনীক থেকে শুরু করে পূর্বের সেই বাঘা বাঘা দার্শণীকগণ জীবনের বিভিন্ন ভাবে ব্যাখ্যা দিয়েছেন। কোন উত্তরটা পারফেক্ট তা বোঝার উপায় নেই কারণ আজও জীবনটা আসলে কি তা স্পষ্ট, নিশ্চিত বা সবার কাছে গ্রহনযোগ্য করে কেউ বলতে পারবে না। আমি মনকে সান্তনা দেবার জন্য কৃকেট খেলার সংগে জীবনকে তুলনা করছি। যাই হোক, আমি কৃকেট খেলার সাথে জীবনের কিছু সংগতির কথা তুলে ধরছি।

১. কৃজে টিকে থাকা আপনার দুঃসময় যাচ্ছে টাকা নেই , পয়সা নেই , সম্মান নেই , কাজে সফল হচ্ছেন না- মনে করবেন আপনি মারাত্বক বলিং আক্রমনের শিকার, ধর্য্যহারা হবেন না, বল দেখেশুনে খেলুন (মানে সাবধান থাকুন) , কৃজে টিকে থাকার চেষ্টা করুন, মনে রাখবেন কৃজে টিকে থাকলে রান আসবেই। ২. ভালো বলিং হঠাৎ কিছু টাকা বা সম্পদের মালিক হলেন; যা হবার কথা ছিলো না। মনে মনে ভাবুন দারুন একটি ইনসুয়িং বল করেছেন। ৩. নো বল আপনি একটি ফাস্টফুডের দোকানে পিজা খেতে গেলেন। দোকানে এক বন্ধু কিংবা আত্ময়র সাথে দেখা হল এবং সে আপনার বিলটা দিয়ে দিলো।

মনে মনে ভাবুন একটা নো বল পেয়েছেন। পরবর্তিতে আপনি আর একটি পিজা খেয়ে নিন। ৪. ওয়াইড বল নতুন কোথাও গেলেন। ঠিকানা খুঁজেতে খুঁজতে ভুল পথে চলে গেলেন। মনকে সান্তনা দিন এটা একটা ওয়াইড বল।

৫. চার- ছক্কা আপনার মোবাইলে ভুল করে ৫০০টাকার রিচার্জ এসেছে মনে মনে ভাবুন একটা চার মারলেন। রিচার্জের পরিমান আরও বেশী হলে মনে মনে ভাবুন ছয় মেরেছেন। ৬. এল,বি,ডবলু বেশ সেজেগুজে কোথাও যাচ্ছেন পথে কোনো বজ্জাত কাক আপনার মাথায় ও পোষাকে ইয়ে করে দিলেন। মনে মনে ভাবুন এল,বি,ডবলু হয়েছেন। ৭. কট আউট একজন আপনাকে সব সময় টিচ করে তাকে একদিন আপনার সামনে বসে অনেকে অপমান করলো।

আপনার মন আনন্দে ভরে উঠেছে। মনে মনে ভাবুন আপনি দারুন একটি গুগলী বল করে তাকে কট আউট করে দিয়েছেন। ৮. ফাস্ট বল আপনি যদি ১ থেকে ৩ মিনিটের মধ্যে নিয়মিত গোসল করতে পারেন। মনে মনে ভাবুন আপনি একজন ফাস্ট বলার। ৯. স্লো বলার বাইরে বেড়নোর সময় সাজুগুজু করতে আপনার অনেক সময় লাগে মনে মনে ভাবুন আপনি একজন স্লো বলার।

১০. হিট আউট কেউ আত্মহত্যা করলে তাকে হিট আউট বলা যেতে পারে। আমি তো দশটা দিয়েই দিলাম এবার আপনি আপনার মনের মত করে ভাবুন। দেখবেন জীবনের সব পরিস্থিতিই আপনি কৃকেটে খেলার সাথে মিলাতে পারছেন। দেখুন তো এগুলো মিলাতে পারেন কি না? ১. ফিল্ডিং ২. উইকেট কিপিং ৩. লেগ বাই ৪. কট বিহাইন্ড ৫. রান আউট ৬. পাওয়ার প্লে ৭. সুইপ ৮. হুক ৯. পুল ১০. হ্যালিকাপ্টার শর্ট ১১. ক্রস ব্যাট ১২. কাট ১৩. মিডিয়াম ফাস্ট বল ১৪. স্লো মিডিয়াম ফাস্ট বল ১৫. স্পিন ১৬. গুগলী ১৭. দুসরা ১৮. রিভার সুইং ১৯. ফুলটাস ২০. কুইকার ২১. ইয়র্কার ২২. বাই ২৩ মিস থ্রো আরো যা যা আছে তার সাথে জীবনটা মিলিয়ে নিন। সবগুলো নিয়েই যে বলতে হবে এমন কোনো কথা নেই, জীবনের যে কোন একটি মূহুর্তের সাথে মিলে যায় এমন একটি ব্যাপার মাথায় আসলে সেটিই আমাদের মাঝে শেয়ার করুন।

মনে রাখবেন জীবনে কোনো ডেড বল নেই। জীবন চলছে তো চলছেই। আর জীবনের সাথে বোল্ড আউট কখনও বেঈমানী করে না। কেই না আসুক বোল্ড আউট (আজরাইল সাহেব) আপনার আমার সাথে দেখা দেবেই। দেখে নিন মজার মজার ছবি!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.