আমাদের কথা খুঁজে নিন

   

দায়ী আমরাই।

বিপদের সময় যারা পাশে দাঁড়ায়, সাহায্য করে তাদের প্রতি সম্মান রাখা, কৃতজ্ঞতা প্রকাশ করা একটা মানবিক গুণ। কিন্তু এই মানবিক গুন সকলের থাকে না। আর থাকলেও অনেকে সে পথে পা বাড়ায় না, এটাই বর্তমানের বাস্তবতা। ইংরেজ কবি কোলরিজ(Hartley Coleridge)এর মতে, The soul of man is larger than sky, Deeper than Ocean, or the abysmal dark of the unfathomed center. মানুষের আত্মা হলো আকাশ থেকেও বৃহত্তর। মহাসমুদ্র অথবা অন্তহীন অন্ধকার গভীর কেন্দ্র থেকেও গভীরতর।

তাই উদারতায় মানুষ এত বিশাল। ভবিষ্যৎ দর্শনে এত পারঙ্গম। সৃজনশীলতায় এত কৃতবিদ্য। সিদ্ধান্ত গ্রহণে এত দক্ষ। ব্যক্তি হিসেবে হতে পারেন সংকীর্ণ, কৃপণ, হিংসুটে; কিন্তু সামাজিক প্রাণী হিসেবে যুগ যুগ ধরে একসঙ্গে বাস করে অথবা বাস করতে হবে জেনে সেই সংকীর্ণতা পরিহার করতে, কার্পণ্য বা হিংসুটেপনা ত্যাগ করতে মানুষই পারে।

মনুষ্যত্বের ধর্মই এই। মনোজ সৃষ্টি তাই আকাশের মতো উদার হয়। সর্বকল্যাণের উপযোগী হতে তাই এত গভীর হয়। এ কারণেই যোগ্য নেতৃত্বের মানুষ হয় আকাশের মতো প্রসারিত। এ জন্যই যোগ্য নেতৃত্বের সিদ্ধান্ত হয় যুগান্তকারী, সদর্থক, কল্যাণময়।

আজকের স্বাধীন বাংলাদেশ, যার জন্ম হয়েছে জনগণের সীমাহীন ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে, হাজার বছরের স্বপ্ন পূরণের মতো স্বাধীনতার তীর্থক্ষেত্র রূপে, তা আজ সংঘাতের আঘাতে আঘাতে জর্জরিত। অনেকটা বাসের অযোগ্য এক জনপদে রূপান্তরিত হতে যাচ্ছে। হয়ে উঠেছে শান্তিপূর্ণ জীবনের অযোগ্য জনপদ। সব ক্ষেত্রে চলছে লুটপাট। এ জন্য দায়ী আমরাই।

প্রধানত দায়ী আমাদের রাজনীতিকরা। এ কারনে সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী বলতে পারেন সোনালী ব্যাংক থেকে হলমার্ক গ্রুপের অর্থ আত্মসাতের ঘটনা হইচই করার মতো কিছু নয় এবং আত্মসাৎ হওয়া তিন-চার হাজার কোটি টাকা বড় কোনো অঙ্ক নয়_। এ ধরনের মন্তব্যের মাধ্যমে অর্থমন্ত্রী মূল সংকটকে এড়িয়ে দুর্নীতিবাজদের বাঁচানোর চেষ্টা করেছেন বলে অনেকের কাছে প্রতীয়মান। অতীতেও এমন কেলেঙ্কারী হয়েছে, ৬শ' কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে ওরিয়েন্টাল ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল। সমাজবিজ্ঞানী ও সাহিত্যিক ড. মীজানূর রহমান শেলীর মতে, সরকারের নেতৃবৃন্দ ও সমর্থকরা জোরেশোরে বলছেন, সবকিছু ঠিক আছে এবং দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে।

শুধু বিরোধী দলের সৃষ্ট উত্তেজনা এই অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এ কথাও অস্বীকার করা বাস্তবসম্মত নয় যে, আর্থিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা, নিত্যপ্রয়োজনীয় পণ্যমূলের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অসন্তোষজনক অবস্থা, প্রশাসনে দলীয়করণের ফলে সৃষ্ট মেরুকরণ ও সমন্বয়হীনতা, শিক্ষাঙ্গনে ছাত্র ও শিক্ষকদের মধ্যে দলীয় ভিত্তিতে বিভক্তি এবং দলের মধ্যে কোন্দল ও সংঘাত যে ব্যাপক অস্থিরতার জন্ম দিচ্ছে তাতে সার্বিক পরিস্থিতি আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠছে। কূটনৈতিক অদক্ষতা ও ব্যর্থতার ফলে আন্তর্জাতিক শ্রমবাজারে ও রফতানিতে দেখা দিচ্ছে অবনতির অশনিসংকেত। পদ্মা সেতুর অর্থায়নে আন্তর্জাতিক ও বিদেশি ঋণের বিষয়ে অনিশ্চিত ও দুর্নীতির অভিযোগে সৃষ্ট সংকট ঘনায়মান বিপদের ইঙ্গিত দিচ্ছে। এই সার্বিক জটিলতা ও অস্থিরতার মূলে রয়েছে রাজনৈতিক প্রক্রিয়ায় দারুণ অসঙ্গতি।

বিকৃত বিবর্তনের পরিণতিতে বাংলাদেশের গণতন্ত্র আজ যেন দিকভ্রান্ত। সঠিক ও কাঙ্ক্ষিত রাজনীতির সুস্থধারা আজ কয়েক দশক ধরেই ব্যক্তিকেন্দ্রিক। বংশানুক্রমিক মোহিনী নেতৃত্বের বেড়াজালে আবদ্ধ। ফলে না দেশে, না বড় বড় দলগুলোতে গণতান্ত্রিক ধারা অনুসৃত হচ্ছে। গণতান্ত্রিক ও পরিশীলিত রাজনীতির এই সংকটের দিনে দেশজুড়ে চলছে ঝড়ো হাওয়া, পোড়োবাড়ি আর ভাঙা দরজার আর্তনাদ।

এগুলোকে মেলাবার ভার কে নেবেন? সর্বশক্তিমান সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করতে উদ্যোগী হন। ইচ্ছা করলে আমরা এই জনপদকে আবারও পরিণত করতে পারি স্বাধীনতা, স্বাতন্ত্র্য, শান্তি এবং সুখের স্বপ্নরাজ্যে এবং এ জন্য কোনো ফেরেশতার প্রয়োজন নেই। নেই কোনো ভিন্ন জগতের দেবতার। আমাদের রাজনীতিকরাই তা পারেন। এ জন্য চাই শুধু এক কল্যাণকামী মন।

চাই আকাশের মতো উদার মননশীলতা। চাই মহাসমুদ্রের গভীর সহনশীলতার আশীর্বাদ। আমাদের মন হওয়া উচিত নিরপেক্ষতার এক প্রতীক (A symbol of Neutrality) অথবা পক্ষপাতহীন এক ব্যবস্থা (A system of Impartiality)। সারাদেশ ও জাতিকে, বিশেষত নেতা-নেত্রী, রাজনৈতিক ও সামাজিকভাবে সক্রিয় সব মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে এই ছন্দহীন সুরকে মেলাতে হবে। আর তা করতে পারলেই সংকট কেটে যাবে, দেখা দেবে স্থির, শান্ত বর্তমান এবং আশাদীপ্ত উজ্জ্বল ভবিষ্যৎ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.