আমাদের কথা খুঁজে নিন

   

আমায় একজন ভালো মানুষ দাও

মাতৃগর্ভে শিশুর প্রথম পদাঘাত মাতৃত্বের প্রথম স্বাদ আমি নিজে ভালো মানুষ নয়। আপনি কি ভালো মানুষ ? আপনি কি আপনার জীবনে একজনও ভালো মানুষ দেখেছেন ? যদি দেখে থাকেন তবে আপনি ভাগ্যবান বটে। পৃথিবী এখন এমন একটা সময় অতিবাহিত করছে যে, একজন ভালো মানুষের সাক্ষাত পাওয়া বা তাঁর সংস্পর্শে আসা সৌভাগ্যের ব্যাপার। আরো পরে যে কি হবে, কে জানে ! ভালো মানুষের সংজ্ঞা দেয়া মুশকিল। কাকে ভালো মানুষ বলা যাবে? এ প্রশ্নের জবাব দেয়াও দূরহ কাজ।

একই মানুষের মধ্যে ভালো-মন্দ দু’টো দিকই আছে। অর্থাৎ, ভালো-মন্দ মিলেই মানুষ। তাহলে কে ভালো, আর কে মন্দ কিভাবে নির্ধারণ করব-এ বিষয়টিও বড্ড জটিল। তারপরেও এমন কিছু মানুষ আছে যাদেরকে ভালো মানুষ বলা যায়, আবার কাউকে বলা যায় মন্দ। আবার যে মানুষটি ভালো মানুষ হিসেবে বিবেচ্য সেই মানুষটিই কখনোবা মন্দ হয়ে যাচ্ছে।

কেউ কেউ হয়ত বলবেন, মানুষের ভালোর পাল্লা ভারী হলে ভালো মানুষ আর মন্দের পাল্লা ভারী হলেই মন্দ মানুষ। ভালো মানুষ মন্দ হয়ে যেতে পারে আবার মন্দ মানুষ ভালো হয়ে যেতে পারে। কিন্তু আমি সে রকম মানুষকে ভালো বলতে চাই না। ব্লগে লেখার জন্য এতো জটিল বিষয় নির্বাচন করা আমার মোটেও ঠিক হয়নি। কিন্তু আমার মনে ভালো মানুষের একটি সহজ সংজ্ঞা বুদবুদ করছে।

আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ভালো মানুষের সংজ্ঞা, “যে মানুষের জীবদ্দশায় তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি-তিনিই ভালো মানুষ। ” আমার জীবনে ভালো মানুষ দেখেছি বলে মনে হয় না। আপনি দেখেছেন কি ? আমার তো মনে হয় ভালো মানুষ কথাটি কাব্য বা উপন্যাসের ব্যাপার। সমাজে সত্য দর্শণ মেলা অসম্ভব।

কোন মানুষের সাথে যখন পরিচিত হই, তখন মনে হয়-এই বোধ করি ভালো মানুষের সন্ধান পেয়ে গেলাম। কথা-বার্তা, চাল-চলন, বিচার-বিবেচনায় সব ভালো। কিন্তু আস্তে আস্তে তার সাথে ঘনিষ্টভাবে মিশতে থাকলে দেখা যায়-মানুষটি ভালো না। অর্থাৎ, দূর থেকে দেখে কাউকে ভালো মানুষ মনে হলেও, কাছে গিয়ে দেখা যায় তার দোষের অন্ত নেই। গুণের পাল্লার চেয়ে দোষের পাল্লাই ভারী।

তারপরেও বিশ্বাস করতে চাই-সমাজে ভালো মানুষ নিঃশ্চয় আছে। আমরা হয়ত তাঁকে খুঁজে পাচ্ছিনা। একজন মানুষ অন্য মানুষকে ঠকায় না, ক্ষতি করে না-এর চেয়ে মানুষের বড় গুণ আর হয় না। আমার মতে ভালো মানুষ হওয়ার জন্য এই একটি গুণই যথেষ্ট। কিন্তু হায় ! এই একটা মাত্র গুণ আমরা কেউ অর্জন করতে পেরেছি কি ? দেখুন না আপনিও নিজের বিচার করে-আপনি কি জীবনে কারো একটুও ক্ষতি করেননি ? কাউকে কি কখনো ঠকাননি ? কারো মনে ব্যথা দেননি ? কেউ আপনার দ্বারা কষ্ট পায়নি ? একবার অন্তত দেখুন না নিজেকে বিশ্লেষণ করে।

আপনি কি ভালো মানুষ ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।