আমাদের কথা খুঁজে নিন

   

আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে... আলমগীর রে কারো মনে আছে?

প্রতিদিন ভাবি আর ঢুকুম না ;)

আজকে হঠাৎ একখান গান শুইন্যা ভাল্লাগতেছিল। গানে দুঃখ দুঃখ ভাব আছে, মনের যা কন্ডিশন,তাতে এক্কেরে খাপে খাপ। গান ভালা পাইলাম, খুঁজলাম গাইছে কেডায়? দেখি আমাগো আলমগীর, কবি জসিম উদ্দিনের লেখা "আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে..." গানের আলমগীর। যারা ৮০-৯০ দশকের আশপাশ দিয়া বড় হইছেন, তাগো মনে থাকার কথা। সে তখন চরম হিট, যদিও সে পাকিস্তানে থাকত তখন।

কিন্তু তারে আমাগো কওন যায়, সে মির্জাপুর ক্যাডেট কলেজের ছাত্র আছিল। হাল্কা রিসার্চ কইরা মনটা খারাপ হইয়া গেল। তার কিডনির প্রব্লেম আছে। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস লাগে। তয় এখনো কনসার্ট করেন।

এখন উনি আটলান্টাতে থাকেন। মানুষটারে ছুডুকালে দেখছিলাম বইলা মায়া বাড়তেছে। তারে খোদা ভাল রাখুন। যাহোক যে গান শুইন্যা মন উদাস হইছিল, সেডা হইলো নীচেরটা। যাগো আলমগীরের চেহারা মনে নাই,তাগো লাইগা নীচের গান, 'আমার হার কালা করলাম রে... এটাও কবি জসিম উদ্দিনের লেখা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।