আমাদের কথা খুঁজে নিন

   

আমায় মনে আছে কি ?

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

আমায় মনে আছে কি নাকি ভূলে গেছ ? সেই যে দেখা হয়েছিল শিউলী ঝড়া দিনে আজ ও শীত আসে ... শুধু সেই সময় আসেনা । ফিরে তাকাবার অবসর কী পাও তুমি ? এমনি করে জীবন বয়ে যায় তুমি আমি এগিয়ে যাই কখনও দিকহারা কখনও হতাশ ..... এরই নাম কী জীবন ? বন্ধু । এমনি করে চলতে চলতে হয়তো আবার দেখা হবে তখন কি চিনতে পারবে আমায় ? আমি চিনবো অবশ্যই যদি তুমি আস আমি চাই তুমি এসো বাদল ঝড়া দিনে রংধনুর সাত রঙ হয়ে পুরো পৃথিবী আলোকিত করে। ওমনি ভাবে এসে আমায় আলোকিত করো পূণর্বার !! পদ্ম পাতার শিশির হউক না ক্ষনিকের দেখো ওতে কি সুন্দর উজ্জলতা ,জলের কি স্বচ্ছতা আমি চাই তুমি স্বচ্ছতা নিয়ে এসো । পথশেষে ক্লান্ত পথিকের একবুক তৃস্ঞা নিয়ে এসো আমি অপেক্ষায় রইলাম সুশীতল প্রলেপ হবার । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।