আমাদের কথা খুঁজে নিন

   

আমায় যাও বলে দরদী আমায় যাও বলে

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

দেখতে যারে পরাণ কান্দে না দেখলে মরণ সে যে কখন চুপিসারে আমার মন করল হরণ, ও তারে খুঁজে বেড়াই হেথায় হোথায় পাব তারে গেলে কোথায় আমায় যাও বলে দরদী আমায় যাও বলে। খুঁজে তারে নগর বন্দর হলেম দিশেহারা বুঝ মানেনা পরাণ পাখি সে দিচ্ছে আমায় তাড়া ও আমি আর কোথা যাই,ঘুরে বেড়াই- কত ব্যথায় কাতর আমি সে ব্যথা কারে দেখাই? পাব তারে কোথায় গেলে আমায় যাও বলে দরদী আমায় যাও বলে। নিশি রাইতে গাছের ডালে যখন ডাকে পাখি চমকে উঠে তারে খুঁজে আমার নীদহারা দুই আঁখি ভাবে সে বুঝি এলো। পাব তারে কোথায় গেলে আমায় যাও বলে দরদী আমায় যাও বলে। ছেড়ে এখন ভব বাজার উড়ে যাব মাইল মাইল পথ হাজার হাজার ভুলে এ সংসার এবার পাড়ি দেব জঙ্গলে।

দেখতে যারে পরাণ কান্দে না দেখলে মরণ সে যে কখন চুপিসারে আমার মন করল হরণ, ও তারে খুঁজে বেড়াই হেথায় হোথায় পাব তারে গেলে কোথায় আমায় যাও বলে দরদী আমায় যাও বলে। কাঁদতে বড় লোভ হয় কাঁদতে পারলে বেঁচে যেতাম সে কবে কেঁদেছিলাম ভুলে গেছি এখন আর কাঁদতে পারিনা মানুষকে কাঁদতে দেখলে বড় লোভ হয় ইস! যদি এভাবে কাঁদতে পারতাম! বেঁচে যেতাম। মনের ভেতর একটা পাথর কান্নার দরোজা বন্ধ করে পড়ে থাকে। একফোঁটা অশ্রু আসতে দেয়না চোখের কোটর থেকে কাঁদতে বড় লোভ হয় কাঁদতে পারলে বেঁচে যেতাম। শুধু মন খারাপ করে থাকা নয়,কোন মায়া কান্না নয় নয় কেবল শুধুই অশ্রুপাত , হাত পা ছুঁড়ে চিৎকার করে মরা কান্না কাঁদতে চাই।

মন পাথর হয়ে গেছে,সেই সাথে চোখও পাথর কান্নার কাছে কান্না চেয়েও কাঁদতে পারিনা ক্যাকটাসকাঁটা গলায় আটকে থাকে- সে কী জানিনা নিশ্বাস নিতে কষ্ট হয় তবুও চোখে জল আসেনা। পার্থিব কিছুই চাইনা আর হাউ মাউ করে শুধু কাঁদতে চাই কাঁদতে চাই নবজাতক শিশুর মত। কাঁদতে বড় লোভ হয় কাঁদতে পারলে বেঁচে যেতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।