আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাই

পৃথিবীর সবচেয়ে রহস্যময় বস্তু হচ্ছে নিজের মন... সবার আগে নিজের মনকে চিনুন... নিজের মনের কাছে অচেনা থাকবেন না ... হেটে চলছিলাম পশ্চিমের সূর্যের খোজে সেদিন ছিল না কোন 'তুমি'দের কেউ পশ্চিমের সূর্য তখন আমায় রাঙ্গিয়ে তুলেছে আর হাজির হয়ে গেলে 'তুমি' হাইজ্যাকার হয়ে পরম মমতা দিয়ে ছিনিয়ে নিতে চাইলে আমি তোমার মমতার ভারে,মমতার ভয়ে ভীষণ কুঁকড়ে গেলাম ভেবেছিলাম আমি ছিনতাই হয়ে যাবো আমি নিজেকে চিড়ে ফেলে দুভাগ করে ফেলবো আমি চিড়ে ফেলবো তোমাকেও তোমার আর আমার চিড়ে ফেলা অংশ নিয়ে বানাবো রবীন্দ্রনাথের যথার্থ 'অর্ধাঙ্গিনী' কিন্তু মমতার জলে ডুবিয়ে আমায় আর ছিনতাই করলে না করলে তুমি এখন প্রতি রাতে মনের অলিগলির রাস্তায় সিগারেট ঠোটে চেপে আনমনে ঘুরে বেড়াই আমি হন্য হয়ে খুজে ফিরি সেই ছিনতাইকারীকে আমি আর কিছুই চাই না শুধু ছিনতাই হতে চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।