আমাদের কথা খুঁজে নিন

   

ছিনতাই ! ছিনতাই!!



গুলিস্তান থেকে বাসে উঠেছিলাম নারায়ণগঞ্জের উদ্দেশে। আমার সামনের সিটে বসেছে এক নব দম্পতী। বাস যাত্রাবাড়ীর কাছে আসতেই হাস্যজ্বল তরুনীর তির্ব্ চিৎকার করে উঠল। তাকিয়ে দেখি, ছিনতাইকারী তরুনীর কানের একটা অংশ সহ কানের দুল নিয়ে শত শত মানুষের মাঝে উধাও হয়ে গেল। রক্তে ভেসে যাচ্ছিল তরুনীর টকটকে লাল শাড়ি।

আমার স্ত্রীকে একটি দামী মোবাইল কিনে দিয়ে ছিলাম। নারায়ণগঞ্জের কালীর বাজারে এক মহিলা ছিনতাই কারী ভিড়ের মাঝে হটাৎ হাত থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে দ্রুত উধাও হয়ে গেল। চিৎকার করার সময় টুকুও পাওয়া গেলনা। সারা রাত আমি আর আমার স্ত্রী কষ্টে ঘুমুতে পারিনী। কেন এমন হয়? কেন এত বেশি অসহয় আমরা? এর কি কোন প্রতিকার নেই? কেন রাজপথে জনগনের নিরাপত্তা দিতে ব্যার্থ হচ্ছে সরকার? ডিজিটাল বা এনালগ কোন সরকারই কেন সাধারন জনগনের নিরাপত্তা দিতে পারছেনা? তাহলে কোথায় যাব আমরা? কিছুদিন আগে নারায়ণগঞ্জের রেল গেটের কাছে একজন সুঠাম দেহের লোক আমার সামনে এসে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে আমাকে র্সাচ করতে চাইল।

কথিত পুলিশ আমার ম্যানিব্যাগ হাতিয়ে নিয়ে বললো সোজা সামনে চলে যা পেছনে তাকালে গুলি করবো। টাকা খোয়া যাওয়ার চেয়ে বেশি কষ্ট পেলাম কথিত পুলিশের বাজে আচরনে। একজন প্রকৌশলী হিসাবে আমার আয়ের থেকে আমি সরকারের ধার্য করা টাক্স পরিশোধ করি। তাহলে বিনিময়ে সরকার কেন আমাকে নিরাপত্তা দিতে ব্যার্থ হবে? আমার মতন অনেক ভুক্তভোগীরা থানায় গিয়েছেন, কিন্তু তাতে কারো কোন উপকার হয়নি। থানার লোকদের এই ব্যাপারে উপদেশ দেওয়া ছাড়া আর কোন কাজও যেন নেই।

তাই স্বরাষ্টমন্ত্রীর কাছে অনুরোধ দয়াকরে অহংকার পরিহার করে অসহয় নাগরিকদের কথা ভাবুন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতী করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।