আমাদের কথা খুঁজে নিন

   

তুমি কি চোখের ভাষা পড়তে পার?

মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! তুমি কি চোখের ভাষা পড়তে পার? - ডঃ রমিত আজাদ তুমি একদিন জানতে চেয়েছিলে, আমি তোমাকে কতটুকু ভালোবাসি। প্রিয়তমা আমার, সমুদ্রের গভীরতা, সেও তো মেপে ফেলা যায়। ভালোবাসার গভীরতা আমি কোন ফিতায় মাপব? বুঝিয়ে বলতে বল? আমাদের জানা কোন ভাষায় বলতে গেলেও তা কেমন যেন দুর্বোধ্য হয়ে ওঠে। আমি বরং শ্বাশত ভাষাতেই বলি। কোন সে ভাষা? শব্দের পিঠে শব্দ জুড়ে দিয়ে নয়, ধ্বনির পর ধ্বনি উচ্চারিত করে নয়, চোখে চোখ রেখে নির্বাক সে ভাষা। কোমল প্রাণ আমার, তুমি কি চোখের ভাষা পড়তে পার? তোমার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে, আমার চোখ ভেদ করে হৃদয় ছুঁয়ে দেখ, মহাসাগরের সুনীল স্বচ্ছ জলের মতই আমার ভালোবাসা সত্য। মহাকাশের ঝকঝকে তারাগুলোর মতই আমার ভালোবাসা পবিত্র। (বিদেশী কবিতার ছায়া অবলম্বনে রচিত)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.