আমাদের কথা খুঁজে নিন

   

চোখের ভেতর বৃষ্টি পুষি চোখের ভেতর রোদ

সমস্ত আকাশ থেকে রাত্রি আর বৃষ্টি ঝরে পড়ে

যাযাবরও শিখে গেছে স্থির দৃষ্টিপাত রাত এসেছে শিকারী রাত দিনের কিস্তিমাত সুবর্ণ একতারায় বাজে অলৌকিকের সুর ময়ূরপঙ্খী রাতের নীলে সূর্যদীঘলপুর সোনারচুমু জোনাক-পাখি প্রগাঢ় বন্ধন শাপভ্রষ্ট শস্যখামার বেণুবনে মন সন্ধ্যারেখা সূচিকর্ম সব জড়িয়ে থাকে রূপান্তরে আগুন থাকে; পোড়ার কষ্ট থাকে ওষ্ঠ যদি জানতে তুমি হীরের বুকে বিষ কন্ঠলগ্না দ্রাক্ষালতার বয়েসটি উনিশ ! উনিশ বছর মল্লার গান উনিশ আষাঢ় নদী রূপের নগর উনিশ বছর, উনিশ বছর – যোগী ছায়াসময় কোমল আগুন আঁচ লাগে না কার চাঁদফোটনে আগুন জাগে উনিশ বছর যার জপমন্ত্র চোখ বন্ধ ঠোঁটে পুষ্প বিষ আনাড়ি ভ্রূভঙ্গি তোলে সুতীব্র উনিশ মরু নদী তোমার যদি জল লাগে না গায় মেঘার্ত হও, নয়তো না হও, কিচ্ছু আসে যায়? ডাগর গদ্য জীবন যাপন, জীবন যে বিবাগী রাত প্রহরী তবু আমি দিন জাগি রাত জাগি দিন জাগি রাত জাগি আমি কান্তজী অঙ্গন সিনোরিতা টেরাকোটা হাজারো দর্শন নিরূপিত আকাশবাড়ি মেঘরৌদ্র চোখ চোখের ভেতর বৃষ্টি পুষি চোখের ভেতর রোদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.