আমাদের কথা খুঁজে নিন

   

নতুন আনন্দ, নতুন মজা, নতুন প্রান, নতুন বন্ধু বানানোর সাইট (Social Networking Site) SocioTime.com

বন্ধু বানানো কি এতই সুজা? মোটেই না। যে কোন মানষ কে চাইলেই বন্ধু বানানো যায় না মনের মিল থাকতে হয়। কিন্তু হাঁ, ইন্টারনেট এর জামানায় আপনি কারো সাথে কথা বলে, ওকে ভুজে, ওকে আপনার বন্ধু করে তুলে নিতে পারবেন। যাকে বলে শসিয়াল নেটয়ারকিং। আপনি কারো সাঙ্গে ছাট করে ওকে ভুজে আপনার প্রিয় বন্ধু বনাতে পারবেন তার জন্য আপনার দরকার শুধু মাত্র একটি ইন্টেরনেট কানেকসন আর একটি সাইট যা আপনাকে এই শুজুগ করে দিক।

হাঁ আজকাল আমরা সব অনেক সাইট এর নাম জানি ফাসবুক, টুইটার আর অনেক কিছু। আমি এখন পর্যন্ত যা লিখলাম তা প্রায় সবারি জানা। কিন্তু আজ আমি আর একটি সাইট এর নাম বলব যেখানে আপনি আর বেশি কিছু করতে পারবেন। সাইট-এর নাম হলো www.sociotime.com ভাবছেন এতে আলাদা কি, হাঁ এতে অনেক কিছু নতুন আছে। এই সাইট টি আপনাকে অনেক শুজুগ করেয় দিচ্ছে, যেমন আপনি যদি একটি গায়ক আথবা লেখক, ছিত্রকার, সুরকার, Photographer, Web Developer, Blogger etc হয়ে থাকেন আর আপনি ছাইছেন যে আপনাকে কাউ প্রমোট করুক(বিনা মূল্য) তো শসিওটাইম আপনাকে এই শুজুগ করে দেবে।

বিশ্ব- এর ভিবিন্ন সাইট আ থাকবে আপনার telnetএর জলক। যেন পুরো ইন্টেরনেট আপনাকে ছিনে থাকে। তাছাড়া আপনি SocioTime এ নতুন বন্ধু বানাতে পারবেন, পাবেন যে কোন ভাষায় ব্লগ লিখতে, পাবেন নিজের ব্যবসা এর জন্য পেজ বানাতে, পারবেন যে কোন জায়গা থেকে লিংক এনে ভিডিয় পোস্ট করতে অথবা উপলোড করতে, পারবেন ছাট করতে, ফটো পোস্ট করতে, গ্গ্রুপ বানাতে, আছে ফোরাম, ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন আর অনেক কিছু। Make New friends connect with new peoples, Share every thing with your friends, Write Your blog in any Language (SocioTime can Promote them), Create Page (Business, Personal any thing), Upload or embed Photos, Upload or embed Videos, Create Group, Chat Room, Social Bookmarking (for SEO use), Create Events, Upload File, Forum etc... SocioTime a new social networking site based on Open Source technology, Promote Yourself at SocioTime. Vertically Social Socially Horizontal SocioTime http://www.sociotime.com/register For Joining ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.