আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি সঠিক?

It is not best that we should all think alike; it is a difference of opinion that makes horse races. আজকে এক বড় ভাইয়ের সাথে রাজনীতি বিদ এবং রাজনীতি সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পরাছিলাম। আমি উনাকে বলেছি, "অধিকাংশ রাজনীতি বিদই খারাপ এবং দুর্নীতিতে জর্জরিত"; আমার শ্রদ্ধেয় বড় ভাই আমার সাথে এক মত নন, তার মতানুসারে, রাজনীতি বিদদের চেয়ে আমলারা বেশি খারাপ, এবং তারাই দুর্নীতির জন্য অন্যতমভাবে দায়ী। আমি আমাদের দেশের রাজনীতি এবং বর্তমান রাজনীতি বিদদের তেমন একটা পছন্দ করি না বেশ কয়েকটি কারণে। তাই বলে আমি রাজনীতি এবং সকল রাজনীতিবিদদের ঘৃণা করি তা নয়। আমার ছোট মস্তিষ্কে যতটুকু ধরে এবং আমি আমার নিজস্ব ধ্যান ধারণায় যতটুকু বুঝি তার মাঝেই তার সামনে যুক্তি উপস্থাপনের চেষ্টা করেছি।

আমার যুক্তি একদমি সোজা সাপ্টা ছিল, রাজনীতি বিদরা যদি নিজেরা সৎ থাকত তবে তাদের আমলারা কখনোই দুর্নীতি করার সুযোগ এবং সাহস পেত না। এটা একদমি একটা সোজা হিসাব, আমি যদি ৫ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেই তবে আমার লক্ষ্যই হবে ১০ লাখ টাকা উসুল করা, আত বাংলাদেশে চাকরি করে সৎ ভাবে সেটা কখনোই সম্ভব নয়। হ্যা, এটা ঠিক এদেশের দুর্নীতির পেছনে আমলাদের ভূমিকা অবশ্যই আছে, কিন্তু অনুসন্ধান করলে অবশ্যই দেখা যাবে তার পেছনে রয়েছে কোন রাজনীতিবিদের পস্রয়। * এটা সম্পুর্ণ আমার ব্যক্তিগত মতামত, অন্য যে কারও মতের সাথে এর মিল অমিল থাকতেই পারে। আমি সকলের মতামতকে শ্রদ্ধা করি, তাই বলে সকলের মতামত আমার মতকে প্রভাবিত করবে সেটা সবসময় বাঞ্চনীয় নয়।

* ৭ দিন ওয়াচ এ রাখার কথা বলে আজ তিন মাস হইসে। তবুও কমেন্ট করার অনুমতি পাই নাই; মডারেটরের দের কাছে দৃষ্টি আকরশন করছি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.