আমাদের কথা খুঁজে নিন

   

বিনোদনের লিস্টি দেইখা লন

আমার শোবার ঘরে প্রথম ভোরে আকাশ ঢোকে বাতাস ঘোরে, ছাদভাঙা তাই একটি নাটাই, আর একটি ঘুড়ি... আমার ভাঙা মেঝেয় শুয়েই আমি ঘুড়ির সাথে উড়ি দেশে এখন শুধু বিনোদন আর বিনোদন, উঠতে বিনোদন বসতে বিনোদন। রাতে বেডরুমে গেলে সেখানে নিরাপত্তা নিয়ে বিনোদন, দেশপ্রেমিক আবুল ভাইকে নিয়ে বিনোদন পদ্মা সেতু নিয়ে আবার মন্ত্রীদের কথাবার্তায় বিনোদন, পদ্মাসেতুর জন্য ছাত্রলীগের টাকা উঠানো নিয়া বিনোদন, আবার ঈদের ছুটিতে সাহারা খাতুনের তালা নিয়া বিনোদন ব্লগে বিনোদন ছাগু বিনোদন, ফেবুতে বিনোদন। ফেবু আউলিয়ার কট খাওয়া নিয়া বিনোদন লাস্ট ২ মাস তো বিনোদনের ঠেলায় ঘুমই আসে না রে ভাই । শিক্ষা খাতে আরো বড় বিনোদন। মেডিকেলের ভর্তি পরীক্ষা নিয়ে ভয়াবহ বিনোদন, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া নিয়ে তো রীতিমত চিত্তবিনোদন ঢাকা ভার্সিটির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে বিনোদন, বুয়েটের সম্মানিত ভিসি আর প্রোভিসি নিয়ে বিনোদন ওইদিকে আবার আমাদের অনন্ত দ্যা জলিল ভাইরে নিয়া ইউটিউবে মহা মহা বিনোদন । একদম লেটেস্ট একটা বিনোদন আবার বুয়েটের কমার্স ডিপার্টমেন্ট নিয়া। তবে এটা নিয়া আমার একটু মন খারাপ, বুয়েট কর্তৃপক্ষ কাজটা একদমই ভাল করে নাই, একটা ডিপার্টমেন্ট এতদিন ধরে লুকিয়ে রাখা একদমই উচিত হয় নাই, একটা চান্স তো নিতে পারতাম । দেশে সাম্প্রতিক কোন বিনোদনের ঘটনা মিস গেলে আমি ক্ষমাপ্রার্থী। বিশ্বাস করুন ভাই, আই অ্যাম নট পোম গানা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.