আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার বক্তব্য: বিনোদনের উৎস



সাংবাদিকতায় পড়তে গিয়ে শিখেছি সাংবাদিকদের কাজ তথ্য দেওয়া, শিক্ষা দেওয়া, বিনোদন দেওয়া। নবম জাতীয় সংসদে মহাজোটের কাছে চারদলের শোচনীয় পরাজয়ের পর তাদের বিভিন্ন বক্তব্যে বিনোদন পাচ্ছি। আজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে খালেদা জিয়ার একটি সংবাদে বলা হয়েছে: গত সংসদ নির্বাচনে বিএনপিকে 'জোর করে' হারানো হয়েছে বলে দাবি করেছেন খালেদা জিয়া। শুক্রবার কুমিল্লা ডাক বাংলোয় বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "সংসদ নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করেনি। একটি জোট ও দলের পক্ষে তারা কাজ করেছে।

এ নির্বাচনে বিএনপিকে জোর করে হারানো হয়েছে। " খালেদা জিয়া নেতা-কর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "পাঁচ বছরে আমরা যে উন্নয়ন করেছি, তার সুফল জনগণ পেয়েছে। তাই জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা দলকে নতুনভাবে গড়ে তুলব। সব কমিটি ভেঙে দেওয়া হবে।

ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আমরা নির্বাচনে জয়ী হয়ে আবার সরকার গঠন করব। " আমার বিনোদনের উৎস: বিএনপিকে নাকি জোর করে হারানো হয়েছে। হা হা হা। পাগলে কিনা বলে। বিএনপি যে দুর্নীতি, যুদ্ধাপরাধী প্রীতির কারণে হেরেছে এ কথা খালেদা নিজে জানলেও বলছে তার উল্টা।

খালেদা তুমি অভিনেতা বটে। ৫ বছরে বিএনপি নাকি উন্নয়ন করেছে? হা হা হা। বিদ্যুতের খুটি গিয়েছে বিদ্যুৎ যায় নি। হাজার কোটি টাকা খরচ করেছে অথচ বাড়তি কোনো বিদ্যুৎ উৎপাদন করতে পারে নি। সারাদেশে অসংখ্য ব্রিজ অসমাপ্ত করে কোটি কোটি টাকা লুটপাট করেছে।

সিন্ডিকেট বাণিজ্য করে পণ্যের দাম বাড়িয়েছে। কমিশন খাওয়া হাওয়া ভবন তৈরি করেছে। এসব যদি উন্নয়ন হয় তবে তো বিনোদিত হতেই হয়। আর জনগণ নাকি তাদের সঙ্গে আছে। জনগণকে তো পাগলা কুত্তায় কামড়াইছে যে তাদের সঙ্গে থাকবে।

জনগণ যে পরিবর্তনে বিশ্বাসী বিএনপি তা কোনোভাবেই স্বীকার করতে চাইছে না। জনগণের রায়কেও তারা অস্বীকার করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।