আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষোভের দাবানল

++ মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন শুধু একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। ++ দূরালাপনীঃ ৮৮০১৭১৬২০২০৯২ জন্মস্থানঃ আশুগঞ্জ, ব্রাহ্মানবাড়িয়া, বাংলাদেশ বর্তমান অবস্থানঃ মেঘনার পাড়, আশুগঞ্জ, ব্রাহ্মানবাড়িয়া। @আমা ঝঙ্কার উঠেছে আজ; নাচছে খঞ্জন অবিরাম।

সাবধান থেক তব তুমি- যে ভাব নিজেকে রাজার নীতিতে আসীন। সাক্ষী আসমান জমিন সাক্ষী হল বুকের চাপা ক্ষোভ। ছারখার করে দিব ক্ষোভের আগুনে, যে বানাবে বাংলার মানুষকে ভোগ। রাজার বেশে শয়তানের পাল জনতা আজ ধরছে দেশের হাল। ভাল করে তাকিয়ে দেখ খঞ্জনের অবিরাম নাচ।

কি করে পালাবি- দেখেনে তোদের মৃত্যুর সাঁজ। অভিমানী, শান্তির পিপাসায় তৃষ্ণার্ত জনতার আজ জেগে উঠেছে মনুষ্যত্তের দাবানল। ঝঙ্কার উঠেছে আজ; নাচছে খঞ্জন অবিরাম রুদ্ধ হল আজ- তোদের বাচাঁর সব দার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.