আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষোভের কথা জানালেন অভিমানী কোকো

সব থাকতেও খুবই একাকী........ “আমিও খালেদা জিয়ার সন্তান। কিন্তু আমাকে কেউ তেল দেয় না। কেউ পা চাটে না। কেউ বাপ ডেকে আমার নামে দুইটা ভাল কথা বলে না। আমার জন্মদিন পালন করে না।

” তীব্র ক্ষোভের সাথে এ কথা বলেন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও ডজন ডজন মামলার পলাতক আসামী আরাফাত রহমান কোকো। আজ বেংককের একটি চার তারা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আরাফাত রহমান কোকো বলেন, তারেক জিয়ার পিছনে সবাই দৌড়ায়। অথচ তারেক জিয়ার মত তিনিও চার দলীয় জোটের শাসন আমলে দুর্নীতি করেছেন, কমিশন খেয়েছেন, মাগীবাজী করেছেন। আওয়ামী লীগের ডাকা হরতালে পাড়ার মাঠে তারেক জিয়ার সঙ্গে তিনিও ক্রিকেট খেলেছেন।

কোটি কোটি টাকা তিনিও দেশের বাইরে পাচার করেছেন। অথচ কেউ তার জন্মদিনে কেক কাটে না। গত ২০ নভেম্বর সারা দেশে মহা সমারোহে পালিত হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়ার ৪৭তম জন্মদিন। কোকো অভিযোগ করে বলেন, শুধু তারেক জিয়ার জন্মদিনে কেক কাটা হয়, মুরগি উড়ান হয়, আজান দেয়া হয়, বেলুন ফুলান হয়। অথচ তার জন্মদিনে কেউ কোন উৎসব করে না।

তীব্র ক্ষোভের সঙ্গে কোকো বলেন, “আমরা কি একই মায়ের সন্তান নই? তবে কেন এই বৈষম্য?” কোকো বলেন, বিএনপি আবার ক্ষমতায় গেলে তারেক জিয়ার মত তিনিও একটি হাওয়া ভবন খুলবেন। কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না। বিএনপির বর্তমান নেতৃত্বের প্রতি ধিক্কার জানিয়ে আরাফাত রহমান কোকো বলেন, শুধু তারেক জিয়ার পুটু চেটে আপনারা স্বার্থ উদ্ধার করতে পারবেন না। জাতীয়তাবাদী রাজনীতি যদি করতে চান, ইসলামী মুল্যবোধের আলোকে যদি চলতে চান, তাহলে মাঝে মধ্যে আমার পুটুও চেটে দিতে হবে। সংবাদ সম্মেলনে এ সময় কতিপয় থাইল্যান্ড দেশীয় লেডিবয় আরাফাত রহমানের পাশে উপবিষ্ট ছিলেন।

তবে তারা এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি। । **সংবাদ টি দৈনিক মতিকণ্ঠ হতে সংগৃহীত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.