আমাদের কথা খুঁজে নিন

   

আসুন টয়লেট পরিস্কার করি কোকাকোলা দিয়ে !!!

বাসায় এসে দেখলেন টয়লেটটা একেবারেই অপরিষ্কার। ব্যবহার করা অসম্ভব। এই মুহূর্তে বাসায় কোনো প্রকার টয়লেট ক্লিনারও নেই। তাহলে কি করবেন। ঝামেলাটা মাথায় গুজেই রাখবেন? নো চিন্তা ,না।

তা করার প্রয়োজন নেই। বিখ্যাত ওয়েবসাইট উইকি হাউ এ ব্যাপারে নতুন এক সমাধান দিচ্ছে আপনাকে। অবশ্য ব্যাপারটি আগেও কম বেশি শোনা যেত। আপনার বাসার আশপাশে থাকা কোনো দোকান থেকে ছোট্ট একটি কোকাকোলা ক্যান কিনে এনে নোংরা টয়লেটের প্যানে ঢেলে দিন। কোকাকোলার তরলটি যেন এর সবখানে পৌঁছে সে বিষয়টি লক্ষ্য রাখুন।

ঘণ্টাখানেক ওভাবে থাকতে দিন। কোকাকোলার সঙ্গে থাকা অতিরিক্ত ফসফরিক এসিড টয়লেটের জীবাণু, নোংরা ও কুৎসিত দাগগুলো ততক্ষণে দূর করে দেবে। সোডা মেশানো পানির মতো কাজ দেবে এটা। দাগ যদি বেশি হয় তাহলে আপনি একটি টয়লেট ক্লিনার ব্রাশ নিয়ে তাতে কয়েকটি ঘষা দিতে পারেন। এবার তাতে জোরে পানি ছেড়ে দিন।

ফল পাবেন একশতে একশ। সুএ ইন্টারনেট  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.