আমাদের কথা খুঁজে নিন

   

টয়লেট গাড়ি!

জীবনে যা চেয়েছি তাই পেয়েছি কোন চাওয়াই অপূর্ন নেই । বড়লোক হওয়ার খুব সখ

টয়োটা, মারুতি, পাজেরো, পোরশে, রোলস রয়েস, শেভরোলে... এমন কত গাড়িই না দাপিয়ে বেড়াচ্ছে দেশ-বিদেশের রাস্তা-ঘাট। প্রস্তুতকারক কম্পানিগুলোও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে, গ্রাহকের কাছে নতুন থেকে নতুনতর ডিজাইন ও বৈশিষ্ট্যের আনকোরা গাড়িটি তুলে ধরতে। এর মাঝে আবার ব্যক্তি-উদ্যোগের পসরাও বাজারে চলমান। নাম জানা বা না জানা এমন অসংখ্য গাড়ির মিছিলে এবার শামিল হয়েছে 'টয়লেট গাড়ি'! গাড়িটিতে রয়েছে দুটি মলাধার, ছয়টি টিস্যু স্ট্যান্ড এবং একটি ম্যাগাজিন র‌্যাকের ব্যবস্থা।

প্রাপ্তবয়স্ক দুজন যাত্রী নিয়ে গাড়িটি ঘণ্টায় ৩০ মাইল বেগে ছুটতে সক্ষম। এই 'টয়লেট কারের' নকশাটি করেছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ডেভ হার্শ। তিনি জানান, গাড়িটি নির্মাণে তার প্রায় তিন বছর সময় লেগেছে। এ ধরনের একটি খেলনা গাড়ি দেখে তিনি সত্যি সত্যিই এমন একটি গাড়ি নির্মাণের ব্যাপারে উৎসাহ পান। এর আগে দুইবার দুই ধরনের টয়লেট বসিয়ে গাড়িটি পরীক্ষামূলকভাবে চালানোর চেষ্টা করা হয়।

তবে সেসব উদ্যোগে সাফল্যের পরিবর্তে চূড়ান্তভাবেই ব্যর্থ হতে হয়। চালানোর অল্প সময়ের মধ্যেই টয়লেটটি ভেঙে গুঁড়িয়ে যায়। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় সাফল্য ধরা দেয়। হার্শ জানান, সম্পূর্ণ ব্যতিক্রমী বৈশিষ্ট্যের গাড়িটি নির্মাণের পর থেকে লোকজনের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা গেছে। বড়রা গাড়িটি দেখামাত্র এর ছবি তুলছেন, আর ছোটরা লাফিয়ে গাড়ির টয়লেটের ওপর উঠে যাচ্ছে।

তিনি জানান, কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই খুব অল্প সময়ে প্রতিবেশীদের সবার সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য এটি একটি অভিনব ও চমৎকার উপায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.