আমাদের কথা খুঁজে নিন

   

সামু কতৃপক্ষ সমীপে...

এই সাইট চালু করার উদ্দেশ্য কি? সম্ভবত, বাংলা ভাষায় লেখক সমাজ তৈরি করা, সেই সাথে পাঠক। যারা তথা কথিত সমালোচকদের মত সমালোচনার জন্য সমালোচনা করবে না... সব কিছু বুঝে সাহিত্যমান বুঝে সমালেঅচনা করবে। কিন্তু কতটা সফল কতৃপক্ষ। পেরেছেন সুন্দর পাঠক তৈরি করতে। যাদের সমালোচনা লেখার মান আরো বাড়বে? প্রশ্ন সামুর কতৃপক্ষ কে।

এই প্রশ্নের কারন খুজতে কিছুটা পেছনে ফিরে যেতে হবে। ... ২০০৫ সালে আমার সাংবাদিকতায় হাতে খড়ি। তখন এই সাইটে 'মোহর' নামে লেখা লেখি শুরু করি। তারপর পাঠকের ঝগড়া আর অবিবেচকের মত মন্তব্য দেখে দির্ঘদিন লেখা লেখির বাইরে ছিলাম। অনেকটা অভিমান করে।

তারপর আবার ঢাকা একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে সাংবাদিকতা। তার সূত্র ধরেই আবার সামুতে নিবন্ধন। কিন্তু, অবাক হলাম... আমাদের পাঠক এখনও সাহিত্য বোঝেনা। লেখা না পড়েই হাজারটা মন্তব্য করে ফেলে। শেষ পর্যন্ত আবারও লেখা ছাড়বো কিনা সেই প্রশ্ন মাথায় আসছে বার বার।

লেখকরা অনেক অভিমানী হয়। অভিমানী আমিও। আমার মতো আরকতো লেখক এভাবে লেখা ছাড়তে তার ইয়ত্তা নেই। অনুরোধ, কতৃপক্ষকে শুধু পোস্ট দেখে না মন্তব্যও খেয়াল করুন। দু একজন পাঠকে জন্য হারাতে পারেন, অনেক লেখককে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.