আমাদের কথা খুঁজে নিন

   

সামু কি আগের সামু আছে? এটাও কি এখন রাজনীতিবীদ্দের দখলে চলে গেছে?

শাহবাগ বুঝিনা সব কথার এক কথা যুদ্ধঅপ্রাধী যত কুত্তার বাচ্চা আছে সবার বিচার হবে। সে জামাত হোক আর যেই হোক এক সময় ছিলো যখন আমি সময় পেলেই সামুতে চলে আসতাম। তখন অনেক ভালো ভালো ব্লগাররা লেখা লিখি করতো। তাদের লেখা গুলো পড়তে ভালো লাগতো। কেও লিখতো গল্প কবিতা গান, কেও টেকি পোস্ট লিখতো যেটা ছিলো আমার ব্লগে আসার মূল আকর্ষণ, কেও মুভি রিভিউ দিতো, কেওবা কোন টুরে গেলে সেটা সুন্দর ভাবে তুলে ধরতো, কেও বিভিন্ন সুন্দর সুন্দর ছবি তুলে ছবি পোস্ট করতো, কেও আবার নিজের জীবন কাহীনি তুলে ধরতো, কেও আবার জোকস পোস্ট করে খারাপ মন ভালো করে দেয়ার ব্যবস্থা করতো।

সত্যি অনেক ভালো লাগতো সব কিছু মিলিয়ে আগের সামুকে। জীবনের একটি অংশ হয়ে গেছিলো somewhereinblog.net। কিন্তু আস্তে আস্তে এসব কি হচ্ছে সামুতে যখনই ঢুকি তখনই দেখি বিভিন্ন রাজনৈতিক পোস্ট, যে যাকে পারছে গালাগালি করছে, যে যা ইচ্ছা বলছে কিন্তু এসব দেখার মনে হয় কেও নেই। কিন্তু সামহোয়্যার ইন ব্লগের টার্মস একদিন পড়ে ছিলাম যেখানে লেখা ছিলো এমন কোন পোস্ট বা মন্তব্য না করতে যেটা কারো মনকে আঘাত করতে পারে। আর এখন দেখি বেশীর ভাগ পোস্ট/মন্তব্যই উস্কানী বা কটাক্তী মূলক।

আমার মনে হয় এসবের জন্যই ভালো ভালো ব্লগাররা লেখা লিখি করতে উৎসাহ হারাচ্ছে। ফলে তারা ব্লগ থেকে ঝরে যাচ্ছে। আগে যেসব সুন্দর সুন্দর পোস্ট আমরা পেতাম তা এখন আর পাইনা। ভালো ভালো অনেক ব্লগার সামু থেকে এখন বিদায় নিয়েছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই সামুর ভবিষ্যত অন্ধকার হয়ে যাবে।

সামুকে অনততো রাজনীতি থেকে বিরত রাখুন। আমি কি ভুল কিছু বললাম?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.