আমাদের কথা খুঁজে নিন

   

উপলব্ধি

একটা মরে যাওয়া নারকেল গাছ তার পাশে জীবিত আরেকটা গাছ।দুটো গাছ দাড়িয়ে আছে কিন্তু নারকেল গাছটায় পচন ধরেছে ।দুটো গাছকেই অবলম্বন করে বেচে আছে কিছু লতানো গাছ।সকালের নাস্তা খেতে যাবার সময় খেয়াল করলাম।উপলব্ধিঃ-মানুষ বেচে থাকলে তাকে ঘিরে তার কিছু আপনজনের জীবন আবর্তিত হয় এবং সে যদি মারা যায় তখন প্রাণ থাকে না তবুও তার স্মৃতিকে ঘিরেই বেচে থাকে প্রিয়জনেরা।আস্তে আস্তে গাছে পচন ধরার মত অনুভূতিগুলো হয়ত ক্ষয়ে যেতে থাকে।হয়ত অন্য অবলম্বন খুজে নেয় লতানো গাছগুলো ।কিন্তু মরা গাছটি পচে যেয়েও যে জৈবিক উপাদান মাটিকে দিয়ে যায় লতাগুলোর শিকড় সেই গভীর থেকে সেটাকে অবলম্বন করেই বেচে থাকে আজীবন।জীবনের গূঢ় রহস্য ঐ শিকড়েই নিবদ্ধ ।ফিরে যাই বারবার একেবারে নিজের কাছে..............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।