আমাদের কথা খুঁজে নিন

   

উপলব্ধি

মৌলিক অধিকার গুলো আজো আমাদের কাছে গনিকালয়ের অন্ধকার ঘরের তেল চিটচিটে বালিশে শুয়ে থাকা ষোড়শী নারী।ইচ্ছে হলেই গনতন্ত্রের দোহাই দিয়ে এদেশের সরকার ব্যবস্থা যখন খুশি তখন সেগুলোর সাথে পারস্পরিক সর্ম্পকে জড়িয়ে পরে। যান্ত্রিক কোলাহল আমায় টানতে পারেনি পারেনি শহুরে রাতের চামেলীরাও, আমায় টেনেছে, ল্যামপোষ্টের নিচে কুয়াশার লুকোচুরি! দল নিয়ে দলাদলি আমায় টানতে পারেনি পারেনি তোমাদের অবৈধ্য রাজনীতিও, আমায় টেনেছে, বহুবার ধর্ষিত এদেশের সংবিধান। আরো কি সব জানি টেনেছিল?ও হ্যা, স্যাঁতস্যাঁতে ঘরে যুবতীর শিৎকার কাঁটাতারে বিদ্ধ ভিনদেশী বুলেটে আমার বোনের রক্তাত্ত লাশ। ভাইটির আহাজারি আর ভয়ার্ত চোখ দু’টো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।