আমাদের কথা খুঁজে নিন

   

সকালে উঠিয়া আমি জোরে জোরে পড়ি, সারা জীবন আমি যেনো ম্যা... ম্যা.... করি।

শুধুমাত্র নতুন ব্লগারদের জন্য, যারা ছাগু চিনতে আগ্রহী।কি পয়েন্টস ১. ত্যানাপ্যাচানি (স্কিপ দ্যা মেইন কুইশ্চেন!) ২. পিছলানি (নট টু আনছার) ৩. ইফেক্ট অফ ব্রেইন ওয়াশ (বাংলা জানি না!! তবে ছাগুটার কথার পরতে পরতে প্রমান ছড়িয়ে আছে) ৪. লেট মি ফিনিশ (আমাকে শেষ করতে দিন ) ৫। ফাইনালি, যেখানেই inconvenient সেটা এড়িয়ে গিয়ে শুধু নিজেদের প্রপাগান্ডা আর বক্তব্য প্রচার করে। যাদের হাতে সময় কম, তারা শেষের ৫ মিনিট দেখতে পারেন। উপসংহার টা বেশ দারুন হয়েছে। উফ, ভাই একটা পুরাই পিস, এমনে কইরা কেউ কেউরে দেয়? ছাগু তো ম্যা ম্যা করার ও চান্স পাইলো না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।