আমাদের কথা খুঁজে নিন

   

অন্য সকালে...............................................................

স্বপ্ন ছুঁয়ে

সারাদিনের ক্লান্ত আলো ঘুমিয়েছিল সারা রাত, একটু একটু করে চোখ মেলে তাকান মিষ্টি হাসিতে, এই সকালে একাকী আমি বারান্দায়, দৃষ্টি ছড়িয়ে দিয়ে যতটুকু দেখা যায় তার সীমানায়, সুগভীর মগ্নতায় আরেকটি তপ্ত দিনের অপেক্ষায়, আমার বসন্তকাল হারান সময়, সমগ্র চেতনায়, এই সকালে কি কথা ছিল না তোমার, আমার হাত ধরে বাতাসের গান শোনার? দেখ, আমি শুনছি আজ তা মন হারিয়ে, আমার অভিনয়ে আমি অবিরত বিপর্যস্ত , যেই শূন্যতায় দিন শেষ হয়, সেখান থেকেই শুরু এই সকাল, অবাস্তব অপেক্ষায় আমি অন্যরকম এক ভোরের, সেই যে চিরচেনা সকাল আমার, তোমার কোমল হাসিতে ঘুম ভাঙ্গা, এভাবেই দাঁড়ান এই বারান্দায়, সাথে অসংখ্য স্বপ্ন, তুমি যে তখন ছিলে আমার হাত ধরে। বহুদিন আগেই তোমাকে বিদায় জানিয়েছি, হারিয়ে গিয়েছ তুমি চির সকালের দেশে, আর স্বপ্নহারা আমি নির্বাক চোখে এখনও দেখি এই পৃথিবীর ভোর, দিকভ্রান্ত আমি অসম্ভবের কল্পনায় এখনো তোমায় চাই এই সকালে, হারান মানুষকে খুঁজ রাতের আকাশে তারার অরণ্যে, আমি মানি না এ কথা, মানব না আমি, আমার ইচ্ছেপূরণের দিনগুলো শুরু হত তোমায় নিয়ে, তোমাকে খুঁজি আমি ,আমার প্রতিটি ভোরে, তুমি আসবে, আমার সকাল হবে অন্য সকাল, বল, আসবে না তুমি? আসবে না আমার হাতটা আরেকবার ছুঁয়ে দিতে? আমি যে দাঁড়িয়ে আছি হারান স্বপ্ন গুলো তোমায় নিয়ে খুঁজব বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।