আমাদের কথা খুঁজে নিন

   

সকালে উঠিয়া আমি মনে মনে বলি

আমার ব্যক্তিগত ব্লগ

"সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সাড়াদিন আমি যেন ভাল হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরু জনে, আমি যেন সেই কাজ করি ভাল মনে। ..." কবিতাটি ছোট বেলায় পড়েছি। খুব ভাল লেগেছিল বলে এখনও সামান্য একটু মনে আছে। তবে এই কবিতা বেশ মেনে চলি।

জীবনে কবিতা সার্থক। তবে সময়ের দাবীতে একটু পালটেছে। সকালে উঠে আমি মনে মনে বলি, সাড়াদিন সব কাজ যেন ঠিক মতোন, সময় মতোন শেষ করতে পারি। আজ যেন অনেক জমে যাওয়া কাপড় ধুতে পারি, শাফিনের সব খাবার তৈরি করতে পারি সময় মতোন, শাফিনকে গোসল করিয়ে দিতে পারি সময় মতোন, শাফিনকে পড়াতে যেন পারি, ওর সাথে একটু খেলার সময় যেন করতে পারি, ওকে নিয়ে একটু বেড়াতে যেন পারি। নিজের দিকে একটু সময় যেন দিতে পারি।

ওন লাইনে একটু যেন কাজ করতে পারি, ঘর বাড়ি পরিস্কার করতে আর গোছাতে যেন পারি ইত্যাদি। এখন পর্যন্ত সবকিছু সবদিন করতে পারিনি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।