আমাদের কথা খুঁজে নিন

   

কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষী দিলেন কাজের বুয়া \ ‘৭১ সালে বয়স ছিল ৫ বছর

কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন কাজের বুয়া নুর জাহান নামের এক মহিলা। গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। মুক্তিযুদ্ধকালীন সময়ে এই সাক্ষীর বয়স ছিল ভোটার লিস্টের জন্মতারিখ অনুযায়ী ৫ বছর। যদিও ট্রাইব্যুনালে তিনি জবানবন্দীতে জানিয়েছেন ৭১ সালে তার বয়স ছিল ১৩ বছর। যুদ্ধে তার স্বামীকে হত্যা করে পাকিস্তানী বাহিনী।

জেরা প্রশ্ন : আপনার বাবা মা জীবিত আছেন? উত্তর : না, মারা গেছেন। প্রশ্ন : আপনারা কয় ভাই বোন? উত্তর : দুই ভাই তিন বোন। প্রশ্ন : আপনাদের গ্রামে ৫টি মহল্লার মধ্যে খালপাড় মহল্লা আছে? উত্তর : হ্যাঁ আছে। সেখানেই আমার বাড়ি। প্রশ্ন : ভাই বোনদের মধ্যে বড় কে? উত্তর : আমিই সবার বড়।

প্রশ্ন : ২০০৮ সালে জাতীয় নির্বাচনে কোন দলকে ভোট দিয়েছেন? উত্তর : আওয়ামী লীগকে ভোট দিয়েছি। প্রশ্ন : ঢাকাতে আপনি কোন মহল্লায় থেকে ভোট দিয়েছেন। উত্তর : পরীবাগ থাকি। অনেক বছর আগে থেকেই। প্রশ্ন : আপনি কি কাজ করেন? উত্তর : আমি বাসাবাড়িতে ঝি-এর কাজ করি।

প্রশ্ন : কার বাসায় আপনি ঝি-এর কাজ করেন, মালিকের নাম কি? উত্তর : ইঞ্জিনিয়ার সাধন দাস। ঠিকানা তাদুরী টাওয়ার, এ-১, পরীবাগ। প্রশ্ন : আপনার স্বামী কি করেন? উত্তর : স্বামী নেই। প্রশ্ন : আপনার কয়টি বিয়ে হয়েছে? উত্তর : ৩টি বিয়ে হয়েছে। বর্তমানে কোন স্বামী নেই।

প্রশ্ন : আপনার দ্বিতীয় স্বামীর নাম কি? উত্তর : লাট মিয়া, তিনি সাপের কামড়ে মারা যান। প্রশ্ন : আপনার তৃতীয় স্বামীর নাম কি? উত্তর : নুরুল ইসলাম, বাড়ি ছিল নোয়াখালী। প্রশ্ন : ঘাটারচরে খালপাড়ে এখন কত লোক বাস করে? উত্তর : হাজার তিনেক হবে আনুমানিক। প্রশ্ন : বাপ চাচাদের মধ্যে কে কে আছেন? উত্তর : কেউ জীবিত নেই। প্রশ্ন : আপনার সন্তান কয়টি? উত্তর : তিন ঘরে তিন সন্তান।

প্রথম সন্তান মেয়ে বাকি দুজন ছেলে। মেয়ে বিয়ে দিয়েছি। ছেলেরা আমার মায়ের সাথেই থাকে। প্রশ্ন : ছেলেরা কি করে? উত্তর : দুই ছেলেই লালমাটিয়া উদ্দীপন স্কুলে চাকরি করে। প্রশ্ন : গ্রামের বাড়িতে ভোটার লিস্টে আপনার নাম আছে? উত্তর : আমি ঢাকাতেই ভোট দিয়েছি, পরে বলেন গ্রামের লিস্টে নাম আছে কি না জানি না।

প্রশ্ন : মজিদ পালোয়ানের বাড়ি কোথায়? উত্তর : হিন্দুপাড়ার পাশে ওর বাড়ি। প্রশ্ন : কোন দিকে কত দূর? উত্তর : উত্তর পশ্চিম কোনায় কত দূরে বলতে পারবো না। হেঁটে যেতে ১০/১৫ মিনিট লাগে। প্রশ্ন : আপনার ও মজিদ পালোয়ানের বাড়ির মাঝখানে বহু বাড়ি ঘর আছে কি? উত্তর : হ্যাঁ। প্রশ্ন : মজিদ পালোয়ান আপনাকে এই মামলার সম্পর্কে কিছু বলেননি? উত্তর : বলেছে।

আমার স্বামীর হত্যাকান্ড নিয়ে বলেছে। প্রশ্ন : এই মামলা বিষয়ে তদন্ত কর্মকর্তা কিছু বলেছে? উত্তর : হ্যাঁ জিজ্ঞাসাবাদ করেছে তবে কত তারিখে মনে নেই। প্রশ্ন : তদন্ত কর্মকর্তা আপনাকে কোথায় জিজ্ঞাসাবাদ করেছে? উত্তর : বেইলী রোডে অফিসে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। প্রশ্ন : কত দিন জিজ্ঞাসাবাদ করেছে? উত্তর : একদিন। প্রশ্ন : আপনার বয়স ১৩ বছর ছিলো এটা বলেননি? উত্তর : বলেছি।

সব কথা বলেছি। প্রশ্ন : বছরে কতবার গ্রামের বাড়িতে যান? উত্তর : প্রতি মাসে ২/৩ বার গ্রামের বাড়িতে যাই। প্রশ্ন : ঘটনার সময়ে আপনার গর্ভে সন্তান ছিল একথা তদন্তে কর্মকর্তার কাছে বলেননি। উত্তর : সত্য নয়। বলেছি।

প্রশ্ন : ঘটনার সময় আপনার বর্ণনা মতে কাদের মোল্লার ছোট চুল এবং দাড়ি ছিল না একথা তদন্ত কর্মকর্তার কাছে বলেননি? উত্তর : সত্য নয়। বলেছি। প্রশ্ন : আপনার শ্বশুর লুদ্দু মিয়ার সন্তান কয়জন? উত্তর : দুই ছেলে দুই মেয়ে। তাদের ঘরেও সন্তানরা জীবিত আছে। প্রশ্ন : আপনার জন্মতারিখ ০৩/০৬/১৯৭৬ তারিখে।

উত্তর : আমি এটা জানি না। প্রশ্ন : জন্মতারিখ বলতে পারবেন? উত্তর : না বলতে পারবো না। প্রশ্ন : আপনার স্বামী লাট মিয়া ও নুরুল ইসলাম কত তারিখে মারা গেছেন বলতে পারবেন কি? উত্তর : না বলতে পারবো না। প্রশ্ন : তদন্ত কর্মকর্তা আপনার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করেছিল? উত্তর : হ্যাঁ করেছিল। প্রশ্ন : ঘটনার স্থান তদন্ত কর্মকর্তাকে দেখিয়েছেন কি? উত্তর : না, দেখাইনি।

প্রশ্ন : স্বামীকে হত্যার অভিযোগ ৪০ বছরে কোন মামলা বা অভিযোগ দায়ের করেছেন কি? উত্তর : না, করিনি। প্রশ্ন : কোর্টে এসে সাক্ষী দিতে হবে এমন কোন সমন পেয়েছেন? উত্তর : না। কোন কাগজপত্র পাইনি। প্রশ্ন : ঘটনার সময়ে আপনার জন্ম হয়নি? উত্তর : সত্য নয়। প্রশ্ন : আপনার জন্মতারিখ অনুযায়ী এখন বয়স ৫৫ বছর নয়।

উত্তর : সত্য নয়। প্রশ্ন : এই মামলায় আপনি একজন শিখানো সাক্ষী। উত্তর : সত্য নয়। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.