আমাদের কথা খুঁজে নিন

   

কিশোর উপন্যাস ও শাহরিয়ার কবির ।

!স্লেট কিংবা খাতা ,সর্বত্রই লেখি যা তা! আমাদের প্রজন্মের বেশির ভাগ ছেলে-মেয়েরাই মুহাম্মদ জাফর ইকবাল স্যার এর কিশোর উপন্যাস পরে বড় হয়েছে। কিন্তু আমাদের বাসায় জাফর ইকবাল স্যার এর বই এর চেয়ে শাহরিয়ার কবির এর কিশোর উপন্যাস বেশী ছিল। যার দরুন তার কিশোর উপন্যাস পড়েই বড় হয়েছি। আমার সমসাময়িক অনেকেই অনেক বই পড়লেও শাহরিয়ার কবির এর বইগুলো পড়েনি । তবে ছোট বেলাতে বইগুলো যেমন ভালো লাগার অনুভূতি দিয়েছিলো ,এখনও সেগুলো আবার পড়তে বসলে ঠিক সেরকম ই ভালো লাগে।

যদিও তার বই গুলো তে কমন হিরো থাকে একজন বামপন্থী যুবক ,অপর দিকে ভিলেন হিসেবে থাকে জামায়াত পন্থী কিংবা শিবিরের কেউ। এমনটা জাফর ইকবাল স্যার এর কিছু বই এও দেখা যায় যদিও । তার অনেক বই ই লেখা হয়েছে পুরোন ঢাকা'র পটভূমি তে। পড়তে অসাধারণ লাগে আমার। কিন্তু একটা জায়গায় খারাপ লাগতো , সেটা হচ্ছে তার ফিনিশিং ।

এতো চমৎকার করে তিনি গল্পের ভেতরে ঢুকিয়ে নিয়ে হুট করে শেষ করে দিতেন । বিশেষ করে রবিনের বিজয় বইয়ের শুরুটা আর সমাপ্তি সম্পূর্ণ বিপরীতমুখী অনুভূতি দেয় । তার স্কুল জীবনের কাহিনি নিয়ে লেখা সাধু গ্রেগরীর দিনগুলি বইটা আমার কিশোর মনে যে ছাপ ফেলেছিলো তা এখনো কিছুটা হলেও বিদ্যমান । ভালো লাগতো তার বইয়ের চরিত্রের নামগুলো । সব মিলিয়ে চমৎকার বলা যায় ।

তবে সত্তর এবং আশির দশকের শাহরিয়ার কবিরের সাথে বর্তমানকালের শাহরিয়ার কবিরের না মিলানোই ভালো। রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অদম্য নেশায় তাঁর সৃজনশীল প্রতিভা ঘুনে ধরে গেছে। আফসোস, তিনি জানেন না, "কিশোর উপন্যাস লেখক" শাহরিয়ার কবির পরিচয়টি "দলীয় পরগাছা বুদ্ধিজীবি" শাহরিয়ার কবির অপেক্ষা কত মূল্যবান। তারপরেও আমার কৈশোরে কিছু বিমল আনন্দময় মুহূর্ত উপহার দেওয়ার জন্য শাহরিয়ার কবিরের প্রতি আমি কৃতজ্ঞ। পড়ে দেখতে পারেন ।

কিছু বই এর নাম ও দিয়ে দিলাম । #আলোর পাখিরা #বাভারিয়ার রহস্যময় দুর্গ #অন্যরকম আটদিন #বহুরূপী #রবিনের বিজয় #নিকোলাস রোজারিও'র ছেলেরা #সাধু গ্রেগরি'র দিনগুলো (আত্মজীবনী**) #হানাবাড়ির রহস্য #নিশির ডাক (ভুতের গল্পের অসাধারণ সংকলন)***** #সীমান্তে সংঘাত #পাথারিয়ার খনি রহস্য #নুলিয়াছড়ির সোনার পাহাড় #কারপেথিয়ান এর কালো গোলাপ #বার্চ বনে ঝড় । #আবুদের এডভেঞ্চার #হারিয়ে যাওয়ার ঠিকানা । । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.