আমাদের কথা খুঁজে নিন

   

কিশোর প্রেম



অনেক দিনের কথা সে যে অনেক দিনের কথা পুরান এই ঘাটের ধারে ফিরে এল কোন জোয়ারে পুরানো সেই কিশোর প্রেমের করুন ব্যাকুলতা? সে যে অনেক দিনের কথা। আজ মন পড়েছে সেই নির্জন অঙ্গন। সেই প্রদোষের অন্ধকারে এল আমার অধর পারে ক্লান্ত ভীরু পাখির মতো কম্পিত চুম্মন। সে দিন নির্জন অঙ্গন। তখন জানা ছিল না তো ভালবাসার ভাষা; যেন প্রথম দখিন বায়েশিহর লেগেছিল গায়ে; চাপাকুড়ির বুকের মাঝে অস্ফুট কোন আশা, সে যে অজানা কোন ভাষা। সেই সে দিনের আসাযাওয়া,আধেক জানাজানি হঠাত হাতে হাতে ঠেকা বোবা চোখের চেয়ে দেখা মনে পড়ে ভীরু হিয়ার না বলা সেই বাণী, সেই আধেক জানাজনি। এই জীবনে সেই তো আমার প্রথম ফাগুন মাস। ফুটল না তার মুকুল গুলি শুধু তারা হাওয়ায় দুলি অবেলাতে ফেলে গেছে চরম ধীর্ঘশ্বাস, আমার প্রথম ফাগুন মাস। ঝরে পড়া সেই মুকুলের শেষ না করা কথা আজকে আমার সুরে গানে পায় খুজে তার গোপন মানে আজ বেদনায় উঠল ফুটে তার সেদিনের ব্যাথা, সেই শেষ না করা কথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.