আমাদের কথা খুঁজে নিন

   

তুমি ডাইনে চলো,আমি চলি বায়ে

রংপুর ধর্ম ব্যবসায়ীর দল পুষ্ট হয়ে উঠছে,তারা ধর্মের ধ্বজাটা বহন করে শুধুমাত্র নাম কা ওয়াস্তে আল্লামার আলখেল্লাটা গায়ে দিয়ে। এসব ধর্ম ধ্বজাধারীর ধ্রুবতারা হচ্ছে, শুধু ট্রাডিশান ,শুধু পুরাতনীর বোঝাটা । তারা ধর্মটাকে পুরাতনীর চাকায় ফেলে সজোরে টেনে নিয়ে যেতে চায় । কিন্তু আমার দর্শন শিক্ষা দেয় মুক্ত বুদ্ধি ও যুক্তি ই আমার ধ্রুবতারা। তুমি ডাইনে চলো,আমি চলি বায়ে ।

ধর্ম আর যুক্তি আজ মানুষের আত্মার উপর নিজের অধিকার দাবি করে এপাশ ওপাশ টানাটানি করেছে,বাইরে যখন এই বিরোধ চলছে তীব্র,তখন তীক্ষ্ণ অভিজ্ঞতা সামনে তুলে ধরে বিজ্ঞানের স্বচ্ছ আলোকে । এবং মানবীয় চিন্তা ধারার এই নবীন পথ প্রদর্শক বলে-পুরাতনী বা ট্রাডিশান ইতিহাস মাত্র । কিন্তু যুক্তি হচ্ছে ইতিহাসের মৌলিক ভিত্তি । এই দুটিই এক অজ্ঞাত , এক অনির্বচনীয় কিছুর রুপ বিকাশ চায়,তাকে ধরতে চায়…......। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।