আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ তো আপনে আর আমি দুইজনেই, আপনি বেতন পান পঞ্চাশ হাজার আর রাস্তায় মাছ বেচি.........

আপাতত লিখার কিছু নাই.....ভাবছি কি লিখব... রাস্তায় এক লোক দুই সাইজের তেলাপিয়া মাছ বিক্রি করছিলেন.........বেশ বড় সাইজের মাছের দাম ২৫০ টাকা কেজি চাইতেই ক্ষেপে গেলেন এক ভদ্রলোক। ওই বেটা কি পাইছস?মাছের দাম এতো হয় কেমনে? তুই তো বেটা কেজিতে দাম নিবি ......বড় মাছের ওজন বেশী হবে, তুই দাম ও বেশি পাবি। কেজি প্রতি দাম বেশী হবে কেন? এভাবে আর কত মানুষ ঠকাবি? মাছ বড় হইলেই কেজি তে দাম বাড়াবি? মাছ তো মাছ ই। মাছ ওয়ালার জবাব, স্যার, মানুষ তো মানুষই , তয় আপনি বেতন পান পঞ্চাশ হাজার আর রাস্তায় মাছ বেচি.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.