আমাদের কথা খুঁজে নিন

   

বলপয়েন্ট কলমে আঁকা আমার কিছু ছবি (ছবি ব্লগ)

আমি ছবি আঁকতে পারিনা। বেশ খাটাখাটুনি করে ওকে চমকে দেয়ার ইচ্ছাতেই একটা নোটবুকে আঁকলাম- ওর ছোটবেলার প্রায় নষ্ট হয়ে যাওয়া একটা ছবির আদতে- (ভয়েই ছিলাম শিব গড়তে বাদর না হয়ে যায়!) মাংস কাটার লোভটা সামলে রাখতে হয় সবসময়- (বিশাল একটা দা-এর সামনে মাংসগুলো আগেভাগেই টুকরাটুক) এটা কী, আমি নিজেও জানিনা। তবে নদীর ধারে পাথর আঁকতে চেয়েছিলাম-(দেখে ত রসুনের কোয়া মনে হচ্ছে) হাতপাখা (অসম্পুর্ণ)(এইটা আর একটু চেষ্টা করলে অনায়াসেই লুচিপারাটা বানান যাইত) কম্পিউটারে ত আঁকতেই পারিনা। মাউস একদিকে ঘোরালে আর একদিকে পিছলায়- কী হয়েছে জানিনা, আকতেও চাইনি কিছু উদ্দেশ্য করে- (আমি সূর্যদয় আঁকলে সেটা সূর্যদয় না হয়ে ডিমপোজ হয় বেশি।ক্ষুধা চাগিয়ে ওঠে! ) আমার ছোটবোন, প্রথম কমেন্টকারী। এই দুঃসাহসেই কীনা দিয়ে দিলাম পোষ্টটা- ----------------------------------------------------------------- (মনে হয় এই একটা কমেন্ট নিয়েই সন্তুষ্ট থকতে হবে। এটাই হয়ত প্রথম এবং শেষ। প্লাস? সেতো অনেক দুর!) ----------------------------------------------------------------- আমার ব্লগে স্বাগত সবাইকে। এলে কৃতার্থ হব... Click This Link রাতের গল্পকথা-(১৮+) Click This Link/29660213 ------------------------------------------------------------------


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।