আমাদের কথা খুঁজে নিন

   

একটি বায়োডাটা ( ১০০% চাকরির পাওয়া নিশ্চয়তা)

বিনা অপরাধে যারা শাস্তি পায়, তাদের কষ্ট শেয়ার করা যায় না। উদ্দেশ্যঃ পায়ের নিচে মাটি চাই। সকালে ঘুম থেকে উঠতে চাই। সুশৃঙ্খল জীবন চাই। প্রতিদিন সেভ করতে চাই।

নিন্দুকের নিন্দার জবাব দিতে চাই। বেকারের খাতা থেকে নিজের নাম কাঁটাতে চাই। নামঃ প্রথম শ্রেণীর শিক্ষিত বেকার নাগরিক। পিতার নামঃ অবসরপ্রাপ্ত ধার্মিক ব্যাক্তি । মাতার নামঃ আশাবাদী মহিলা।

( রাতের বেলায় চোখের জলে বালিশ ভিজায়) শিক্ষাগত যোগ্যতাঃ সকল পরিক্ষায় প্রথম শ্রেণী কিন্তু কাজ পাওয়ার বেলায় শেষ শ্রেনী। ধর্ম: নামে ইসলাম কামে না। স্থায়ী ঠিকানাঃ আছে একটা হয়ত কিন্তু কবর ছাড়া সেখানে কোন ব্যবস্থা হবে বলে মনে হয় না। বর্তমান ঠিকানাঃ বাড়িওয়ালা মনে করে দেয় আমরা ভাড়াটিয়া, সব সময় শতর্কে মাধ্যমে থাকতে হয়। ইমেইল- জাতীয়তাঃ মুক্তিযুদ্ধার সন্তান নই ।

তাই চাকরির ক্ষেত্রে বিশেষ কোন সুবিধা নাই। ( বাবা রাজাকারও ছিলেন না) ভাষাঃ বাংলাঃ সুন্দর করে বলতে ও বুঝাতে পারি। English: very very guud. ( মাঝে মাঝে ভেজাল ইংরেজি বলি। ) হিন্দিঃ থোরা থোরা বুঝতে পারি। সখ: আগে আয়েস করে বেনসন খেতাম, এখন গ্লোডলীপ খাইতেও বন্ধুদের দিকে তাকাইয়া থাকতে হয়।

ভবিষ্যতে নেভি খাইলেও অভাক হবার কিছু নাই। আভিগ্যতাঃ ১। বহুত চিটার ভাটপারের সাথে পরিচয়। ঢাকা শহরের যত ছিপায় অফিস থাকক না কেন, তা খুঁজে বার করার অভিগ্যতা আছে। ২।

বহুত লোকরে বায়োডাটা দেবার অভিগ্যতা আছে। চিপায় পইড়ায় ধরা খাবার অভিগ্যতা আছে। ৩। একটা নতুন জুতা খয় করার অভিগ্যতা আছে। ইন্টারভিউ দিতে গিয়ে কাকের আক্রমনের স্বীকার হবার অভিগ্যতা আছে।

রেফারেন্স: উপযুক্ত রেফারেস্স পাইলেতো এই বায়োডেটা তৈরি করার দরকারই ছিল না। এখন চাকরি করতাম। ভাই, এতখন যা লেখলাম তা সব হাসির কথা হলেও বাস্তব সত্য। আমার লেখাটা তারাই পছন্দ করবেন যারা বেকার, যাদের ভিতর দিয়ে ঘুনে পোঁকা খেয়ে পেলেসে। লাইফে অনেক সুন্দর বায়োডাটা তৈরি করেও চাকরি পাই না।

তাই এই প্রতিবাদি বায়োডাটা তৈরি করলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.