আমাদের কথা খুঁজে নিন

   

একটার সঙ্গে দুইটা ফ্রি

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই শালা আমাগো ফাটা কপাল’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’ ........... নারীরা সব কিছুর ভাগ দিলেও স্বামীর ভাগ কাউকে দিতে চান না। পুরনো এ বিশ্বাস ঝেড়ে ফেললেন সৌদি আরবের এক স্কুল শিক্ষিকা। হবু বরকে শর্ত দিয়ে দিলেন তাকে বিয়ে করতে হলে শুধু তাকে নয়, সঙ্গে তার দুই বান্ধবীকেও বিয়ে করতে হবে। তাও বাকিতে বিশ্বাসী নয় ব্যতিক্রমি ওই শিক্ষিকা। এক সঙ্গে তিনজনকে কবুল বলতে হবে- বরকে এমন শর্তপূরণ সাপেক্ষে বিয়েতে রাজি হয়েছেন তিনি।

সৌদি আরবের আল ইয়াওম পত্রিকার উদ্ধৃতি দিয়ে গালফ নিউজ জানিয়েছে, শিক্ষিকা ওই কনেকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছেন একজন বর। তিনিও রাজি তাকে বিয়ে করতে। তবে একটি মাত্র শর্ত দিয়েছেন তিনি। তা হচ্ছে তার দুই বান্ধবীকে একই সময়ে একই স্থানে বিয়ে করতে হবে হবু বরকে। এমন শর্ত শুনে বরের চোখ উঠেছে কপালে।

তবে শেষ পর্যন্ত কনের সন্ধানদাতা ও আত্মীয়-স্বজনদের চাপে তিনজনকে বিয়ে করতে রাজি হয়েছেন তিনি। চুক্তিমতো একই ভবনে তিনটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন ওই বর। তিনটিতে তিন স্ত্রী আলাদা আলাদা থাকবেন। সৌদি আরব ও ইসলামী আইনে একজন পুরুষ তিনটি বিয়ে করতে পারেন। তবে এজন্য কঠিনভাবে সমতা রক্ষা ও তাদের সব ধরনের চাহিদা মেটানোর সামর্থ্য তার থাকতে হবে।

# লিংক ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.