আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি নির্বাচন ২০১২ নিয়ে কিছু কথা

বিভিন্ন ব্লগ এ লেখালেখি করি অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ কম্পিউটার সোসাটির নির্বাচন-২০১২ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি ৩১ আগস্ট বুয়েটে। আর মাত্র দুই দিন বাকি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটি নজরুল-কাইজার প্যানেল, অন্যটি ডঃ মাহফুজ-কাজী জাহিদ প্যানেল। ইতিমধ্যে দুটি প্যানেলই তাদের প্রার্থী পরিচিতি ও নির্বাচনী ইশতেহার সংবলিত ওয়েবসাইট প্রকাশ করেছে এবং সকল ভোঁটারদের মোবাইলে এসএসএম ও করছে।

নজরুল-কায়সার প্যানেল এর ওয়েবসাইট http://www.bcselection-nk-panel.info ও ডঃ মাহফুজ- কাজী জাহিদ প্যানেল এর ওয়েবসাইট হল http://www.bcselection2012.info। আমি একজন ভোঁটার হওয়ার সুবাদে দুটি সাইটই ভিসিট করেছি। নজরুল- কাইজার প্যানেল এর পরিচিতি দেখে আমি যার পর নাই হতাশ হয়েছি। সভাপতি প্রার্থী মোঃ নজরুল ইসলাম অর্থনীতিতে স্নাতক এবং একজন অবসরপ্রাপ্ত সরকারী আমলা। সাথে আছে সামান্য কিছু কম্পিউটার এর উপরে প্রশিক্ষণ।

সাধারন সম্পাদক রবিউল কাইজার ওয়াসার একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার যদিও তিনি PGD করেছেন কম্পিউটার এর উপরে। দুজনেরই বয়স বার্ধক্যের ঘরে। নজরুল ইসলাম ইতিমধ্যে অবসর নিয়ে বেসরকারি ফার্মে চাকুরী করছে, তবে আইটিতে নয়, এবং জনাব কাইজার বছর খানেকের ভিতরে অবসরে যাবেন। তাদের দুজনের কারোই তথ্যপ্রযুক্তি বিষয়ে উল্লেখযোগ্য কোন ডিগ্রী বা কাজ করার অভিজ্ঞতা নেই। এই প্যানেলের ট্রেজারার প্রার্থী দেখে আমাকে রীতিমত ধাক্কা খেতে হয়েছে।

তিনি এমকম পাশ করেছেন বহু আগে, অতঃপর সিএ। তার তেমন আইটি বিষয়ে প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা বা কাজ করার কোন অভিজ্ঞতা, কিছুই নাই। আমি নির্বাচনের কথা বাদ দিয়েই ভাবছি, তারা বিসিএস এর সদস্য হলেন কিভাবে? চাটার্ড একাউন্টেন্ট সমিতিতেও আজকাল সিএসই গ্রাজুয়েট সদস্য হতে পারছে কিনা আমার জানা নেই। ডাক্তারদের (Bangladesh Medical Association)বিএমএ তে আজকাল ইঞ্জিনিয়ারও ঢুকতে পারছে কিনা আমি অবগত নই। অন্যান্য দেশের মত আমাদের দেশেও অর্থনীতিবিদের জন্যে রয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি, গনিতের জন্যে রয়েছে বাংলাদেশ গনিত সমিতি, রয়েছে বাংলাদেশ ইলেক্ট্রনিক্স সোসাইটি।

তাহলে কেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটিতে সামান্য কিছু প্রশিক্ষণ নিয়ে সদস্য হওয়া যায় আমার বোধগম্য নয়। ডঃ মাহফুজ-কাজী জাহিদ প্যানেল এর সভাপতি ডঃ মাহফুজ বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিষয়ে Phd করেছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত মোনাশ বিশ্ববিদ্যালয়ে, এখন অধ্যাপনা করছেন বুয়েটের সিএসই বিভাগে। আর সাধারন সম্পাদক কাজী জাহিদুর রহমান রাজশাহী ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে কুমিল্লা ইউনিভার্সিটিতে সিএসই বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন, ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে। আর এখন শিক্ষক হিসেবে আছেন রাজশাহী ইউনিভার্সিটির নিজ বিভাগে । আইটি নিয়ে কাজ করে চলেছেন একাধারে অনেকগুলি বছর।

আমি সকল ভোঁটার দেরকে বিনিত অনুরোধ জানাব তারা জেন সকল প্রার্থীর কম্পিউটার বিসয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কাজ করার অভিজ্ঞতা দেখে নিজেদের ভোটাধিকার কাজে লাগান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.