আমাদের কথা খুঁজে নিন

   

জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, আমৃত্যু বাংলাদেশ

সতর্ক করন " জামাত শিবির , যে কোন রকমের মৌলবাদী, ধর্ম ব্যাবসাই ও বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত সকল জানয়ারের প্রবেশ নিষেধ"

আজ থেকে ৩ বছর আগের ঘটনা। একদিন ফেবুতে একটা ক্রিকেট পেজে ঢুকেছিলাম। ঢুকে কয়েকটা পোস্ট পড়ে বুঝা গেল ওটা সম্ভবত ভারত থেকে পরিচালিত।

যাই হোক, পোস্টগুলোর কমেন্ট বক্সে মন্তব্য পড়তে শুরু করলাম। দেখলাম, পাকিস্তানী আর ভারতীয়দের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে।

পোস্টটা বাংলাদেশ ইস্যুতে না হলেও, ওখানে বাংলাদেশকে টেনে নিয়ে অনেক বাজে বাজে লেখা হচ্ছিল। শতশত লোক বাংলাদেশের সমালোচনা আর অকথ্য গালিগালাজে মুখরিত। আমাদের গালি দেওয়াতে ইন্ডিয়া-পাকিস্তান কেউ কারো চেয়ে কম যায় না। তারমধ্যে দুই-একটা লাইন ছিল br />
------------------------------------------

#পাকিস্তানী -- উও সালা চুতিয়া বাংলাদেশী টিম তোহ হামারে বিনা আধুরা হ্যায়... বাকতে হ্যায় জ্যায়াদা সালা হারামি বাংলাদেশীয়ন !!

#ইন্ডিয়ান -- অ্যায় সালে মাদার*** পাকিস্তানী, জ্যায়াদা চিল্লা মাত। তু... তেরা বাপ সালে।

কান খুলকে সুন লে, হামারা ইন্ডিয়া তেরা বাপ হ্যায়। পাকিস্তান ইন্ডিয়াকা বেটা হ্যায়, অর বাংলাদেশ উসকা ছোটা বেটা !!

-------------------------------------------

ওদের এই কথাগুলো আমি আজও মন থেকে ভুলতে পারিনি। বিশ্বাস হয় না? সত্যি বলতেছি।

বাস্তব সত্যটা আসলে এটাই। এই দুটা দেশের ৯৯.৯৯ ভাগ মানুষ বাংলাদেশ ও বাংলাদেশীদের সম্পর্কে এরূপ মনোভাবই পোষণ করে।

ওপর ওপর একজন প্রতিবেশী বন্ধুর, আর, আরেকজন ধর্মের ভাইয়ের নাটক চো*য়। নাটক যতই করুক, সব কুত্তার ল্যাঞ্জা তো বাঁকাই, তাই না ?? ইংরেজীতে কালো কুত্তারেও Dog বলে, আবার ধলা কুত্তারেও Dog-ই বলে। কোন পার্থক্য নাই।

গতদিনের খেলায় ইন্ডিয়া জিতলেও কিচ্ছু আসত-যেত না, পাকিস্তান জিতবার কারণেও কিচ্ছু আসতেছে-যাইতেছে না। এই দুইটাই আমাদের শত্রু।

এদের খেলা নিয়ে আমার কোন ইন্টারেস্ট নাই।

খুব অবাক লাগে, যখন দেখি একশ্রেণীর ছাগল এই দুই দেশের জাতীয় ক্রিকেট দলের পক্ষ নিয়ে হৈ হৈ করে। জন্ম/জন্মস্থান সূত্রে বাংলাদেশী হয়েও ওদের জার্সি পড়ে, কপালে পতাকা বেঁধে, হাতে ধোনী আর আফ্রিদি লেখা ব্যানার নিয়ে তোমরা যারা মাঠে যাও, ফেবুতে স্ট্যাটাস দাও; তোমরা ওদের ওই কমেন্টে দেওয়া গালি গুলোরই অন্তর্ভুক্ত।

আমার কথাগুলো পড়ে এখন কি বলবেন? "খেলার সাথে রাজনীতি মেশাবেন না" -- এইডা তো ??

রাজনীতির নাম দিয়া আমারে পচাইতে আসলে আমি বলব, আপনি একটা ভো*ই। আরে মিয়া, রাজনীতির কথা আইলো কোত্থেকে ? আপনে কলাগাছ রে সাপোর্ট করেন, না, গাবগাছ রে সাপোর্ট করেন - সেইটা দিয়ে আমার কি ???

থাক, দুই কুত্তার (পাক-ইন্ডিয়া) পক্ষ নিয়ে আর ত্যানা প্যাচায়েন না।

তার চেয়ে বরং, যদি বিবেক থাকে, সময় থাকতে মানুষ হন। বিবেক না থাকলে আপনি একটা বরাহ শাবক।

কেউ যদি আপনাকে প্রশ্ন করে --

বাংলাদেশের পর আপনার প্রিয় টিম কোনটা ??
উত্তর হবে: বাংলাদেশ
.
বাংলাদেশের পর আপনার প্রিয় টিম কোনটা ??
উত্তর হবে: বাংলাদেশ
.
বাংলাদেশের পর আপনার প্রিয় টিম কোনটা ??
উত্তর হবে: বাংলাদেশ
.
.
..... শুধুই বাংলাদেশ।

জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, আমৃত্যু বাংলাদেশ।




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.